কলকাতা টিভি ওয়েব ডেস্ক: শনিবার মণিপুরের বিধানসভা ভোটের (Assembly Election 2022) নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। আর ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই কংগ্রেস (Manipur Pradesh Congress) ছেড়ে বিজেপিতে যোগ দিলেন মণিপুর প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি ও মুখপাত্র চাল্টনলিয়ান আমো (Chaltonlien Amo)। বর্তমানে যিনি মণিপুরের টিপাইমুখের(Tipaimukh) কংগ্রেস বিধায়ক।
মণিপুরের ৬০ টি বিধানসভা কেন্দ্রের ভোট হবে দু’দফায়। প্রথম দফায় নির্বাচন হবে ২৭ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় দফায় নির্বাচন হবে ৩ মার্চ। যদিও নির্বাচনের আগেই রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে মণিপুরে। কারণ কংগ্রেস ছেড়ে ইতিমধ্যেই বিধায়কদের অনেকেই দল পরিবর্তন করেছেন।
গত বিধানসভা নির্বাচনে ৬০টি আসনের মধ্যে ২৮টি আসনে জয়ী হয়েছিল কংগ্রেস। যদিও শেষ পর্যন্ত অন্য দলের সঙ্গে জোট তৈরি করে সরকার গঠন করেছিল বিজেপি। ২৮টা আসন পাওয়ার পরেও চলতি বছর বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসে ভাঙন ধরতে শুরু করেছে। বর্তমানে ২৮ থেকে বিধায়ক সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৫তে।
এই পরিস্থিতিতে চাল্টনলিয়ান আমোর প্রদেশ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।