ওয়েব ডেস্ক: আপনি যদি সুরাপ্রেমী হন, আর স্কচ হুইস্কি (Scotch Whiskey) যদি আপনার প্রিয় হয়ে থাকে, তাহলে এবার আপনার জন্য সুদিন আসতে চলেছে। কারণ ইউরোপে তৈরি স্কচ হুইস্কির দাম এবার কমতে চলেছে ভারতে। দীর্ঘ প্রতীক্ষার পর ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Agreement) স্বাক্ষরিত হতে চলেছে। এর ফলে কমে যাবে দুই দেশের মধ্যে আমদানি এবং রফতানি হওয়া পণ্যের দাম। এর মধ্যেই পড়ছে স্কচ হুইস্কি। তবে শুধু মদ্য পানীয় নয়, দাম কমতে চলেছে আরও একাধিক পণ্যের। এই বিষয়ে এবার বিস্তারিত জেনে নেওয়া যাক।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) লন্ডন সফরকালীন সময়ে এই ঐতিহাসিক চুক্তিতে সই করতে চলেছে ভারত এবং ব্রিটেন (India-Britain Agreement)। বৃহস্পতিবারই চুক্তিটি স্বাক্ষরিত হবে বলে জানা গিয়েছে। প্রায় তিন বছরের আলোচনার পর দুই দেশের মধ্যে এই মুক্ত বাণিজ্য চুক্তি হতে চলেছে। তবে সই হলেও চুক্তিটি কার্যকর হতে সময় লাগবে আরও কিছুদিন। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং ব্রিটিশ পার্লামেন্টের আইনি অনুমোদন পাওয়ার পর লাগু হবে চুক্তির নিয়মকানুন। এতে প্রায় এক বছর মতো সময় লাগতে পারে।
আরও পড়ুন: সবুজ সংকেত মন্ত্রিসভার, বৃহস্পতিতেই হবে ভারত-ব্রিটেনের মধ্যে বাণিজ্যচুক্তি!
মুক্ত বাণিজ্য চুক্তিতে ভারতে যেসব জিনিসের দাম কমবে
অ্যালকোহল: স্কচ হুইস্কি ও জিন-এর ওপর আমদানি শুল্ক ১৫০% থেকে কমে সরাসরি ৭৫% হবে এবং ধাপে ধাপে তা ১০ বছরের মধ্যে ৪০%-এ নামানো হবে।
গাড়ি: কোটা ব্যবস্থার আওতায় ব্রিটেনে তৈরি গাড়ির ওপর শুল্ক ১০০% থেকে কমিয়ে ১০% করা হবে।
অন্যান্য পণ্য: কসমেটিক্স, স্যামন মাছ, চকলেট, বিস্কুট এবং মেডিকেল ডিভাইসের মতো বহু পণ্যের ওপর শুল্ক হ্রাস পাবে।
চুক্তির আরও বিশেষ কিছু সুবিধা
স্বল্পমেয়াদি প্রবেশাধিকার: যোগ শিক্ষক, রাঁধুনি, সঙ্গীতশিল্পী ও অন্যান্য চুক্তিভিত্তিক পরিষেবা প্রদানকারীরা ব্রিটেনে অস্থায়ীভাবে কাজের সুযোগ পাবেন।
সোশ্যাল সিকিউরিটি ছাড়: ব্রিটেনে নিযুক্ত ভারতীয় পেশাজীবীদের তিন বছর পর্যন্ত সোশ্যাল সিকিউরিটি ফান্ডে টাকা জমা দিতে হবে না।
সরকারি টেন্ডার: ব্রিটেনের সংস্থাগুলি ভারতে ২০০ কোটি টাকার ঊর্ধ্বে অ-সংবেদনশীল কেন্দ্রীয় সরকারি প্রকল্পে দরপত্র জমা দিতে পারবে।
দেখুন আরও খবর: