কলকাতা টিভি ওয়েব ডেস্ক: মুম্বইয়ের পাভান শিল্পাঞ্চলে বিধ্বংসী আগুন। শুক্রবার বিকেলে নবি মুম্বইয়ের পাভান শিল্প এলাকায় একটি রাবার কারখানায় আগুন লাগে। ইতিমধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে শহর।
সূত্রের খবর, বিকেল ৪টে নাগাদ মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন (এমআইডিসি) এলাকার ওই কারখানায় আগুন লাগে। দমকা বাতাসের জন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।
Maharashtra | A massive fire broke out at the Pawane MIDC area in Navi Mumbai. Many fire tenders present on the spot. pic.twitter.com/3ykDiqugOj
— ANI (@ANI) May 6, 2022
বিস্তারিত আসছে…