ওয়েব ডেস্ক: দেশের ওবিসি (OBC) শ্রেণির মানুষের উন্নয়ন প্রসঙ্গে সম্প্রতি বিস্ফোরক স্বীকারোক্তি করেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি মেনেই নেন যে কংগ্রেস (Congress) সরকার দেশের এই অনগ্রসর শ্রেণির (Backward Class) মানুষদের জন্য কাজের ক্ষেত্রে খামতি রেখেছিল। আর সংসদের বিরোধী দলনেতার এই মন্তব্যকে কটাক্ষ করে এবার কংগ্রেসকে নিশানা করলেন মায়াবতী (Mayawati)। বহুজন সমাজ পার্টির (Bahujan Samaj Party) নেত্রী কংগ্রেসের বিরুদ্ধে ‘স্বার্থপর রাজনীতি’ করার অভিযোগও করেছেন।
রাহুল গান্ধীর স্বীকারোক্তি প্রতিক্রিয়ায় মায়াবতী বলেন, “রাহুল স্বীকার করেছেন যে কংগ্রেস ওবিসি শ্রেণির অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এতে নতুন কিছু নেই। এটি স্বার্থপর রাজনীতি—মনে এক কথা, মুখে আরেক কথা।” এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে মায়াবতী অভিযোগ করেন, কংগ্রেস কখনও ওবিসি সম্প্রদায়ের রাজনৈতিক ও অর্থনৈতিক চাহিদা কিংবা সাংবিধানিক অধিকার, বিশেষত সংরক্ষণ, নিয়ে আন্তরিকতা দেখায়নি।
আরও পড়ুন: শরিক দল, না বিজেপি থেকেই! পরবর্তী উপরাষ্ট্রপতি কে?
সোশ্যাল মিডিয়ার পোস্টে বিএসপি নেত্রী মায়াবতী আরও বলেন, কংগ্রেসের এই মনোভাব নতুন নয়। দলিত ও আদিবাসীদের জন্যও কংগ্রেসের অবদান ‘হতাশাজনক’। এরপরই নিজের দল তৈরির প্রসঙ্গ টেনে বলেন, সমাজের নিম্ন শ্রেণির মানুষদের প্রতি কংগ্রেস সরকারের আচরণ তাদের নিজস্ব রাজনৈতিক দল গড়ে তুলতে বাধ্য করেছে। আত্মমর্যাদা ও স্বনির্ভরতার আকাঙ্ক্ষা থেকেই জন্ম নিয়েছিল বিএসপি।
लोकसभा में नेता प्रतिपक्ष द्वारा यह स्वीकार करना कि देश के विशाल आबादी वाले अन्य पिछड़े वर्ग (ओबीसी) समाज के लोगों की राजनीतिक व आर्थिक आशा, आकांक्षा व आरक्षण सहित उन्हें उनका संवैधानिक हक़ दिलाने के मामलों में कांग्रेस पार्टी खरी व विश्वासपात्र नहीं रही है कोई नई बात नहीं है,…
— Mayawati (@Mayawati) July 26, 2025
একইসঙ্গে মায়াবতী মনে করিয়ে দেন যে, কংগ্রেস সরকার দলিত ও তফসিলি উপজাতিদের যথাযথ সংরক্ষণ সুবিধা দেয়নি এবং জীবদ্দশায় বি. আর. আম্বেদকরকে ভারতরত্ন দেয়নি এবং স্বাধীনতার পর প্রায় ৪০ বছর ওবিসি সংরক্ষণ কার্যকর করেনি। বিএসপি নেত্রীর মতে, “এই কারণেই কংগ্রেস এখন উত্তরপ্রদেশসহ বিভিন্ন বড় রাজ্যে ক্ষমতার বাইরে। ক্ষমতা হারানোর পরই তারা এই শ্রেণিগুলির কথা মনে করছে, যা কুমিরের চোখের কান্না মনে হয়।” একইসঙ্গে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএর বিরুদ্ধেও মায়াবতী দ্বিমুখী নীতির অভিযোগ তোলেন।
দেখুন আরও খবর: