হরিয়ানা: সরকারি নথিতে মিড-ডে-মিল দেওয়া হয়েছে। শিশুদের জন্য দুধের ব্যবস্থাও রয়েছে। তবে বাস্তবে হয়নি কোনওটাই। হরিয়ানার প্রাথমিক শিক্ষক সমিতির রিপোর্টে রাজ্য শিক্ষা দফতর।
হরিয়ানায় মিড ডে মিলে বড়সড় দুর্নীতি। সরকারি খাতায় দেওয়া হয়েছে মিড-ডে-মিল অথচ করোনাকালে স্কুল খোলার পর মিড-ডে-মিল পাইনি কোনও শিশু। চলতি বছরের এপ্রিলে মিড-ডে-মিল থেকে বঞ্চিত প্রায় ১৬ লক্ষ শিশু। করোনার শুরুর দিকে অর্থাৎ ২০২০ সালে মহামারী জন্য বন্ধ হয়ে যায় সমস্ত স্কুল। বাড়ি বাড়ি গিয়ে মিড ডে মিলের রেশন পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রান্নার খরচ সরাসরি অভিভাবকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়ার কথা ছিল। মহামারির প্রকোপ কমাতে খোলা হয়েছে স্কুল। বন্ধ হয়েছে শিশুদের পরিবারে রেশন পৌঁছানোর পরিষেবা। তবে আর চালু হয়নি স্কুলের মিড ডে মিল। যদিও সরকারি নথি যদিও সে কথা বলছে না।
কেন মিলল না খাবার? কেন জেলায় পৌঁছোয়নি রেশন? কেনই বা প্রাথমিক শিক্ষা দফতরের জানানো হল না? সমস্ত তথ্য চেয়ে রাজ্য মিড-ডে-মিল শাখার কাছে রিপোর্ট তলব করেছেন প্রাথমিক শিক্ষা দফতরের দিরেক্টর আনশজ সিং।
আরও পড়ুন Ration: সরকারি রেশনের বেআইনি কেনা বেচা, উদ্ধার বিপুল পরিমাণ চাল,গম,আটা