পটনা: ‘আমাদের ছেলে-মেয়ে আছে৷ ওদের নেই৷ এতে আমাদের কী করার আছে’? পরিবারতন্ত্র নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনার জবাব এভাবেই দিলেন আরডেজি নেতা লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav on Familysm)৷
পরিবারের নিয়ন্ত্রণে থাকা দলগুলিকে গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক এবং বড় শত্রু বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের আগে সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘পরিবারতন্ত্রই হল গণতন্ত্রের সবথেকে বড় শত্রু৷’ পরিবারতন্ত্র নিয়ে নরেন্দ্র মোদি মূলত কংগ্রেসকে আক্রমণ করলেও আঞ্চলিক দলগুলিকেও নিশানা করতে ছাড়েন না৷ যেমন, বিহারের রাষ্ট্রীয় জনতা দল৷
১৯৯৭ সালে লালু প্রসাদ যাদবের হাতে তৈরি এই দলের রাশ যাদব পরিবারের পরবর্তী প্রজন্মের দখলে৷ তাঁর ছোট ছেলে তেজস্বী দল পরিচালনার ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন৷ লালুর আরও এক ছেলে তেজপ্রতাপ এবং মেয়ে মিশা ভারতীও আরজেডি-র সঙ্গে জড়িত৷ রাজনীতিতে পরিবারতন্ত্র নিয়ে যখন প্রধানমন্ত্রী ও বিজেপির আক্রমণ ধেয়ে আসছে তখন বিষয়টি নিয়ে মুখ খুললেন আরজেডি-র সর্বভারতীয় সভাপতি লালু প্রসাদ যাদব৷

আরও পড়ুন: Gurgaon roof collapse: ২০ ঘণ্টা পরেও গুরুগ্রামের ভেঙে পড়া বহুতলের উদ্ধারকাজ চলছে, মৃত ২
এদিন ছেলে তেজস্বীকে পাশে বসিয়ে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘মোদি-নীতীশ কুমারদের কোনও ছেলে-মেয়ে নেই৷ এতে আমাদের কী করার আছে? নীতীশের একটি ছেলে আছে৷ কিন্তু সে রাজনীতির সঙ্গে যুক্ত থাকার যোগ্য নয়৷ এসব ক্ষেত্রে আমরা কী করতে পারি? ভগবানের কাছে প্রার্থনা করছি, তিনি যেন ওদের ছেলে-মেয়ে দেন৷’