Sunday, August 3, 2025
Homeআন্তর্জাতিকModi-Putin Summit: ২০২৫-এর মধ্যে ৫০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগই টার্গেট, পুতিনের সঙ্গে...

Modi-Putin Summit: ২০২৫-এর মধ্যে ৫০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগই টার্গেট, পুতিনের সঙ্গে বৈঠকে বললেন মোদি

Follow Us :

নয়াদিল্লি: ২১-তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে (Modi-Putin Summit) বাণিজ্য এবং বিনিয়োগের উপর জোর দিল দুই দেশ। সংক্ষিপ্ত এই সামিটে মোট ২৮টি মউ/চুক্তি স্বাক্ষরিত হয়েছে। করোনাকালে এই প্রথম বৈঠকে বসলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে আন্তর্জাতিক নানা ইস্যু (Modi-Putin Summit) নিয়ে আলোচনা ছাড়াও দু’দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়েছে।

করোনাকালে দেশের অর্থনীতির চাকা ঘোরাতে মরিয়া প্রধানমন্ত্রী। সে কারণেই দুই দেশের বৈঠকে একটার বড় সময় দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে কথা হয়েছে। মোদি বলেন, ‘অর্থনৈতিক ক্ষেত্রেও আমাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার জন্য দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা ২০২৫ সালের মধ্যে ৩০ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য এবং ৫০ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। এই লক্ষ্যতে পৌঁছনোর জন্য অবশ্যই ব্যবসায়ীদের দিশা দেখাতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আফগানিস্তান এবং অন্যান্য আঞ্চলিক ইস্যুতেও অবিরাম যোগাযোগ রেখেছি। ইস্টার্ন ইকোনমিক ফোরাম এবং ভ্লাদিভোস্টক শীর্ষ সম্মেলনের মাধ্যমে শুরু হওয়া আঞ্চলিক জোটবদ্ধতা আজ নতুন মাত্রা লাভ করেছে। ১৯৭১ সালের শান্তি, মৈত্রী ও সহযোগিতা চুক্তির ৫০ বছর পূর্ণ হচ্ছে। কোভিড সংকট সত্ত্বেও আমাদের পারস্পরিক সহযোগিতার পরিধি আরও বৃদ্ধি পেয়েছে। শেষ কয়েক দশকে বিশ্বের কূটনৈতিক স্তরে একাধিক পরিবর্তন এসেছে। কিন্তু ভারত-রাশিয়ার বন্ধুত্ব অটুট রয়েছে।’ 

আরও পড়ুন: PM Modi Putin Meeting: বিশ্ব রাজনীতিতে পরিবর্তন এলেও ভারত-রাশিয়ার বন্ধুত্ব অটুট রয়েছে, বললেন মোদি

মোদি বলেন, ‘বিভিন্ন ক্ষেত্রে আজ দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে। মেক ইন ইন্ডিয়া কর্মসূচির অধীনে যৌথ-উৎপাদনের মাধ্যমে প্রতিরক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন আসছে। মহাকাশ এবং অসামরিক পারমাণবিক ক্ষেত্রেও আমরা যৌথভাবে কাজ করছি।’ বিদেশ সচিব এইচভি শ্রিংলা জানান, প্রেসিডেন্ট পুতিনের সফর সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত ফলপ্রসূ ও তাৎপর্যপূর্ণ। দুই নেতার মধ্যে চমৎকার আলোচনা হয়েছে। এই সফরে ২৮টি চুক্তি/মউ সম্পন্ন হয়েছে।

বিদেশ সচিব বলেন, বাণিজ্য এবং বিনিয়োগের দিক থেকে কিছু নির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মধ্যে অন্তর্দেশীয় জলপথ, সার, কোকিং কয়লা, ইস্পাত রয়েছে। আমরা তেল ও গ্যাস সেক্টরের পাশাপাশি পেট্রোকেমিক্যালের ক্ষেত্রে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছি। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বার্ষিক শীর্ষ সম্মেলনের জন্য ভারত সফরের সিদ্ধান্ত প্রমাণ করছে তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ককে কতটা গুরুত্ব দেন।

ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনের আগে দুই দেশের বিদেশ ও প্রতিরক্ষামন্ত্রক স্তরে বৈঠক হয়েছে। নয়াদিল্লিতে রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে আলোচনায় বসেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগুর সঙ্গে বৈঠক করেন। রাজনৈতিক ও প্রতিরক্ষা বিষয়ে কীভাবে দুই দেশের সম্পর্ক আরও মজবুত করা, সেই বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

আরও পড়ুন: Delhi Airport Crowd: দিল্লিতে কোভিড টেস্টের লাইনে কাতারে কাতারে মানুষ, ভিড় নিয়ন্ত্রণের নির্দেশ বিমানমন্ত্রীর

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
জনতা যা জানতে চায় | বিহার বাহানা, বাংলা নিশানা?
00:00
Video thumbnail
Calcutta High Court | দিঘায় রো/হি/ঙ্গা বিরোধী মিছিলের অনুমতি শুভেন্দুকে, মানতে হবে কোন কোন শর্ত?
00:00
Video thumbnail
Rahul Gandhi | রাহুল গান্ধীর রাজনৈতিক অ্যা/টম বো/ম, 'দেশ চালাচ্ছে অ/বৈ/ধ সরকার'
00:00
Video thumbnail
Durgapur Incident | দুর্গাপুর কাণ্ডে ধৃ/তদের আদালতে পেশ, কী নির্দেশ?
00:00
Video thumbnail
Asansol | landslide | আসানসোলে ভয়াবহ ধস, আ/ত/ঙ্কিত সাধারণ মানুষ, দেখুন কী অবস্থা
05:14
Video thumbnail
Abhishek Banerjee | বিগ ব্রেকিং, ইন্ডিয়া জোটের নৈশভোজে যোগ দেবেন অভিষেক
03:22
Video thumbnail
জনতা যা জানতে চায় | বিহার বাহানা, বাংলা নিশানা?
02:31:26
Video thumbnail
Donald Trump | 'ভারত মৃ/ত অর্থনীতির দেশ' বি/স্ফো/রক ট্রাম্প, ট্রাম্পের মন্তব্যে কড়া সমালোচনা
03:36:01
Video thumbnail
Calcutta High Court | দিঘায় রো/হি/ঙ্গা বিরোধী মিছিলের অনুমতি শুভেন্দুকে, মানতে হবে কোন কোন শর্ত?
11:09:06
Video thumbnail
জনতা যা জানতে চায় | বিহার বাহানা, বাংলা নিশানা?
09:00:54

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39