মুম্বই : আজই কি মুক্তি মিলতে চলেছে আরিয়ান খানের? জানা যাবে কিছুক্ষণের মধ্যেই।
আজ বম্বে হাইকোর্টে আরিয়ানের জামিন মামলার শুনানি। মাদক মামলায় বুধবার মুম্বই সেশন কোর্টে আরিয়ান খানের জামিনের আবেদন খারিজ হওয়ার পর বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন তাঁর আইনজীবী। নতুন করে হাইকোর্টে আরিয়ানের জামিনের আবেদন করেন আইনজীবী অমিত দেশাই। বৃহস্পতিবার মাদক মামলায় সেই জামিনের আবেদনের শুনানির কথা ছিল। পিছিয়ে যায় জামিন আবেদনের শুনানি। আজ বম্বে হাইকোর্টে আরিয়ানের জামিনের শুনানি।
আরও পড়ুন : মাদক-কাণ্ডে বম্বে হাই কোর্টে আরিয়ানের জামিনের শুনানি
বিচারপতি নিতীন ডব্লুউ সামব্রের ডিভিশন বেঞ্চে শুনানি। প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি আরিয়ানের হয়ে সওয়াল করবেন। গতকাল মাঝরাতে তিনি লন্ডন থেকে মুম্বই এসেছেন এই মামলার জন্য।