skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeদেশMumbai omicron: মুম্বইয়ে এক সপ্তাহের জন্য ১৪৪ ধারা, দেশে বেড়েই চলেছে ওমিক্রনে...

Mumbai omicron: মুম্বইয়ে এক সপ্তাহের জন্য ১৪৪ ধারা, দেশে বেড়েই চলেছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা

Follow Us :

মুম্বই: ওমিক্রন(Omicron Cases) আতঙ্কে গোটা মুম্বই(Mumbai) শহরে জারি করা হল ১৪৪ ধারা(Section 144 imposed)। বৃহস্পতিবার থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। মুম্বইয়ে বর্ষবরণের(New Year’s eve) সমস্ত অনুষ্ঠানেও নিষেধাজ্ঞা(restrictions) জারি করা হয়েছে। রেস্তরাঁ, হোটেল, বার, পাব, রিসর্ট এবং ক্লাবগুলিতে বৃহস্পতিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত বর্ষবরণের অনুষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছে মুম্বই পুলিস।

দিল্লিতেও সমস্ত মন্দিরে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হল। রাজধানীতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। গত ২৪ ঘন্টায় দিল্লিতে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ৯২৩ জনের। ৩০ ডিসেম্বর পর্যন্ত দিল্লির লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে ৭০ জন ওমিক্রন আক্রান্ত ভর্তি ছিলেন। তাঁদের মধ্যে ৫০ জনকে ছেড়ে দেওয়া হয়েছে সুস্থ হওয়ার পর। হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর সুরেশ কুমার জানান, অধিকাংশ রোগীরই কোনও উপসর্গ নেই। ৭০ জনের মধ্যে মাত্র ৪ জনের হালকা জ্বর, দুর্বলতা ও পেট খারাপ ছিল।

আরও পড়ুন: Kalicharan Maharaj Arrested: গান্ধীর খুনি নাথুরাম গডসেকে সমর্থন, গ্রেফতার ‘গডম্যান’ কালীচরণ

এরই মধ্যে দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ১৮০ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা ৯৬১। এর মধ্যে সবথেকে বেশি আক্রান্ত দিল্লিতে। সেখানে একদিনে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ২৬৩ জন। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২৫২, গুজরাতে ৯৭, রাজস্থানে ৬৯, কেরলে ৬৫ এবং পশ্চিমবঙ্গে মোট আক্রান্ত ১১ জন।

অন্যান্য অনেক রাজ্যে বর্ষশেষ ও বর্ষবরণের অনুষ্ঠান বাতিল করা হলেও পশ্চিমবঙ্গে এতে ছাড় দেওয়া হয়েছে। ২ জানুয়ারি পর্যন্ত নৈশ কার্ফুও শিথিল করা হয়েছে। রাজ্যে কেন এই ছাড়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞ  চিকিৎসকেরা।

RELATED ARTICLES

Most Popular