skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeCurrent Newsতালিবান প্রশ্নে চুপ কেন মুসলিম ল-বোর্ড, জাভেদের টুইটে তোলপাড় নেটপাড়া

তালিবান প্রশ্নে চুপ কেন মুসলিম ল-বোর্ড, জাভেদের টুইটে তোলপাড় নেটপাড়া

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক:  মওলানা সাজ্জাদ নোমানি এবং জাভেদ আখতার।  একজন অল ইন্ডিয়া মুসলিম ল-বোর্ডের সদস্য। অন্য জন হিন্দি সংগীতের কথা বা লিরিক লিখে থাকেন। কবিতা লেখেন। ধর্মের জায়গা থেকে দু’জনেই ইসলাম মত অনুসরণ করেন। আফগানিস্তানে তালিবান ‘দখলদারি’ নিয়ে এই দুই চরিত্রের বয়ানে নেট দুনিয়ায় তোলপাড় পড়ে গিয়েছে।

কয়েক দিন আগেই আফগানিস্তানে তালিবানের সমর্থনে কথা বলেছিলেন মওলানা সাজ্জাদ নোমানি। তালিবান আফগানিস্তান দখল করায় ‘সাবাশি’ দিয়েছেন তিনি। মুসলিম ল-বোর্ডের এই কট্টরপন্থী সদস্য তালিবানকে অভিনন্দন জানিয়েছেন। শুধু তাই নয় বলেছেন, ‘এই হিন্দি মুসলিম আপনাদের কুর্নিশ জানায়’। মওলানার এই বক্তব্যে হই হই পড়ে যায়। একই সময় আরও একটি মন্তব্যে আগুনে ঘি পড়ে। এ বার বিতর্কে সমাজবাদী পার্টির সাংসদ সফিকুর রহমান বরক্। তালিবানদের আফগান দখলের সঙ্গে ভারতের স্বাধীনতা সংগ্রামের তুলনা টানেন তিনি। উত্তর প্রদেশের বিধানসভা এ নিয়ে উত্তাল হয়ে ওঠে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মুলায়ম সিং যাদবের সাংসদকে আক্রমণ করতে ছাড়েননি। ‘তালিবানকে সমর্থন করতে কোনও লজ্জা নেই। বোঝাই যায় উনি আসলে তালিবানি বর্বরতা সমর্থন করেন’, এই মন্তব্য করে যোগী ভোটের আগে রাজনৈতিক ফায়দা লুটতে ছাড়েননি বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

জাভেদের টুইটের পরেই নেটিজেনদের ট্রোল

আরও পড়ুন – অর্থনীতির চাকা ঘোরাতে আফগানিস্তান সেন্ট্রাল ব্যাঙ্কের দখল নিল তালিবান

বিতর্ক এখানেই থেমে যেতে পারত, কিন্তু তা হয়নি। মঙ্গলবার জাভেদ আখতারের একটা টুইট আবার নতুন করে উসকে দিয়েছে বিতর্ক। ট্রোলের ঝড় উঠেছে নেট দুনিয়ায়। দুপুর আড়াইটের কিছু পড়ে জাভেদ ওই টুইটটি করেন। কয়েক ঘণ্টার মধ্যেই সাড়ে তিনশো রি-টুইট হয়ে যায়। পঞ্চাশের কাছাকাছি কোট টুইট। সাড়ে তিন হাজার লাইক।

মুসলিম পার্সোনাল ল’বোর্ডের টুইট

 

জাভেদ লিখেছেন, ‘জঘন্য লাগার মত একটা ব্যাপার, বর্বর তালিবানদের আফগানিস্তান দখলে মুসলিম পার্সোনাল ল-বোর্ডের দু’জন সদস্য দেখা যাচ্ছে খুবই খুশি। যদিও বোর্ড এই মতামত থেকে দূরত্ব বজায় রেখেছে। কিন্তু তাতেই কি সব হয়। মুসলিম পার্সোনাল ল-বোর্ডের দ্ব্যর্থহীন ভাষায় অবস্থান স্পষ্ট করা উচিৎ। আমরা অপেক্ষা করছি।’

আরও পড়ুন- বুদ্ধের ভিক্ষাপাত্র তালিবানের হাতে, চিন্তায় পুরাতত্ত্ববিদরা

নেটিজেনদের ট্রোল

ব্যাস টুইট হতে যা অপেক্ষা, ট্রোল হতে দেরি নেই। ‘গণধোলাই নিয়ে আপনি চুপ করে আছেন কেন? তিন দিনে তিনটে গণপিটুনি হয়েছে। লজ্জা করে না!’ কেউ লিখেছেন ‘খা পি কর ঢক্কর মারনা ইসকো কহতে হ্যায়।’  অর্থাৎ একেই বলে খেয়ে আঁচিয়ে ঢেকুর তোলা।আবার কেউ কেউ জাভেদ সাবের সমর্থনেও টুইট করেছেন। ট্রোলের অক্ষর শব্দচয়নেও কিন্তু নেটিজেনদের একাংশের মনে ‘তালিবানি’ মত চাপিয়ে দেওয়ার চেষ্টা চোখে পড়ার মত। জাভেদ সাব অপেক্ষা করছেন মুসলিম পার্সোনাল ল-বোর্ডের উত্তরের অপেক্ষায়। তবে সমাজের একাংশ বলছে, তালিবান প্রশ্নে এটা পরিস্কার, সংখ্যালঘু মানেই মওলানা সাজ্জাদ নোমানি না, কেউ কেউ অবশ্যই জাভেদ আখতার।

RELATED ARTICLES

Most Popular