নয়াদিল্লি: সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা (NEET UG) পরীক্ষা বয়সের ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হল৷ টুইট করে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য (Mansukh Mandaviya)৷ লেখেন, নিট-ইউজি পরীক্ষার্থীদের জন্য সুখবর৷ ন্যাশনাল মেডিক্যাল কমিশন নিট-ইউজি পরীক্ষায় বসার বয়সের ঊর্ধ্বসীমা তুলে দিল৷ এই সিদ্ধান্তে উপকৃত হবে ডাক্তারি হতে চাওয়া পড়ুয়ারা৷
এতদিন জেনারেল কাস্টের পড়ুয়াদের জন্য নিট-ইউজিতে বসার বয়সের ঊর্ধ্বসীমা ছিল ২৫ বছর পর্যন্ত৷ সংরক্ষিত কোটায় সেটা ছিল ৩০ বছর৷ বুধবারের সিদ্ধান্তের পর সব ঊর্ধ্বসীমা উঠে যাচ্ছে৷ অতীতে বহুবার নিট-ইউজিতে বয়সের ঊর্ধ্বসীমা থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট৷ এই ঊর্ধ্বসীমা উঠে যাওয়ায় ডাক্তারি হতে চাওয়া পড়ুয়ারা যতবার খুশি প্রবেশিকা পরীক্ষা দিতে পারবে৷
Good news for the aspirants of NEET-UG!
The National Medical Commission removes the fixed upper age limit for appearing in the NEET-UG examination.
The decision will immensely benefit aspiring doctors and further help in strengthening medical education in the country.
— Office of Dr Mansukh Mandaviya (@OfficeOf_MM) March 9, 2022
এমবিবিএস, বিডিএস এবং অন্যান্য বেশ কিছু কোর্সে ভর্তির জন্য দেশজুড়ে নিট-ইউজি প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়৷ প্রতি বছর ১৫ লক্ষ পড়ুয়া এই পরীক্ষায় বসে৷ গত বছর এই পরীক্ষা নেওয়া হয়েছিল সেপ্টেম্বরে৷ যদিও এবছর পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়নি৷
আরও পড়ুন: Pig Heart Transplantation: ডেভিড বেনেট বাঁচলেন না, শূকরের হৃদয় কাজ করল মাত্র দু’মাস