Friday, August 1, 2025
Homeদেশঅরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরের বিক্ষোভে নভজ্যোত সিং সিধু

অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরের বিক্ষোভে নভজ্যোত সিং সিধু

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: পঞ্জাব বিধানসভা নির্বাচনের পূর্বে বহুবার একে অপরকে নিশানা করতে দেখা গিয়েছে পঞ্জাবের শাসকদল কংগ্রেস এবং বিরোধী দল আম আদমি পার্টিকে। রবিবার আবারও একই ছবি দেখা গেল। এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে বিক্ষোভ করতে দেখা গেল নভজ্যোত সিং সিধুকে।

এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মোহালিতে গিয়ে শিক্ষকদের আন্দোলনে শামিল হয়েছিলেন। এমনকী দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির নির্বাচনী এলাকার স্কুল পরিদর্শন করতেও গিয়েছিলেন। সেখানে স্কুল পরিদর্শন করে পঞ্জাব সরকারকে নিশানা করেছিলেন তিনি।  

রবিবার, এরই পালটা দিলেন সিধু। একই দাবিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হলেন তিনি। দিলেন স্লোগান। এদিন অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে স্থায়ীকরণের দাবিতে গেস্ট টিচারদের আন্দোলন চলছিল। সিধু সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন। তাঁর অভিযোগ ছিল, কেজরিওয়াল সরকার দিল্লিতে ২০টি  নতুন কলেজ ও ৮ লক্ষ নতুন চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল। তবে, সেই প্রতিশ্রুতি রাখেনি সরকার।

আরও পড়ুন – শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহে রাজ্যসভায় নষ্ট ৫২ শতাংশ সময়

পঞ্জাব নির্বাচনে দিল্লির শিক্ষা কাঠামোকে সাফল্যের খতিয়ান হিসেবে তুলে ধরেছে আপ। এদিন এই শিক্ষা কাঠামো নিয়েই সিধু টুইটে দিল্লি সরকারকে নিশানা করে লেখেন, ‘সরকার কথা দিয়েছিল, চুক্তির ভিত্তিতে যে শিক্ষকদের নিয়োগ করা হয়েছিল তাঁদের স্থায়ী করে মাসিক বেতনের ব্যবস্থা করা হবে। অথচ সেই প্রতিশ্রুতি রাখা হয়নি। স্কুল-কলেজে গেস্ট টিচার দিয়েই কাজ চালানো হচ্ছে।’ এছাড়াও তিনি অভিযোগ করেন,’স্কুল পরিচালন সমিতিতে আপ কর্মীরা সরকারি তহবিল থেকে বছরে ৫ লক্ষ টাকা পাচ্ছে। যে টাকা স্কুলের উন্নয়নের জন্য খরচ করার কথা।’

টুইটারে সিধু প্রশ্ন করেন, ‘২০১৫ সালে আপ নিজেদের ইস্তেহারে কলেজে চাকরির কথা বলেছিল ৮ লক্ষ্য তার কী হল? মাত্র ৪৪০ জনকে চাকরি দেওয়া হয়েছে। প্রতিশ্রুতি ভঙ্গ করেছে সরকার। ফলে, গত পাঁচ বছরে দিল্লিতে বেকারত্ব পাঁচ গুণ বেড়েছে।’

দিল্লিতে এদিন গেস্ট শিক্ষকদের একটি সমিতি মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের পঞ্জাব নির্বাচনে দেওয়া ‘গ্যারান্টি’ নিয়েও কটাক্ষ করে। তাঁরা টুইটে লেখেন, তাঁরা গত সাত বছর ধরে প্রতিশ্রুতি পূরণের জন্য অপেক্ষা করছে।

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39