ওয়েব ডেস্ক: অন ডিউটি মহিলা পুলিশকর্মীদের (Lady Police) জন্য নতুন নিয়ম জারি করল বিহারের (Bihar) রাজ্য পুলিশ প্রশাসন। বাহিনীর শৃঙ্খলা বজায় রাখতে এবার থেকে কর্তব্যরত অবস্থায় (On Duty) মেকআপ করতে পারবেন না মহিলা পুলিশ কর্মীরা। একইসঙ্গে ‘অন ডিউটি’ কোনও গয়নাও পরা যাবে না বলে নির্দেশিকা দিয়েছে সরকার। শুধু তাই নয়, উর্দি (Police Uniform) পরে রিলস বানানো, গান শোনা বা ব্লুটুথে ফোনে কথা বলার মতো কাজেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। শুধু তাই নয়, সরকার জানিয়েছে এই নির্দেশ অমান্য করলে পেতে হবে শাস্তি।
গত ৮ জুলাই বিহার পুলিশের সদর দফতর থেকে এই নির্দেশিকা প্রকাশ করা হয়। এতে কনস্টেবল থেকে শুরু করে ইনস্পেক্টর পদমর্যাদার সমস্ত মহিলা পুলিশকর্মীদের এই নির্দেশিকা মানার কথা বলা হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, ডিউটির সময় কানের দুল, নেকলেস, নাকের নথ-সহ কোনও গয়নাই পরা যাবে না। এর পাশাপাশি উর্দি পরে ভিডিও বানানো, সোশ্যাল মিডিয়ায় রিলস আপলোড, বা কর্তব্যরত অবস্থায় গান শোনা—এইসব আচরণ পুলিশ বাহিনীর শৃঙ্খলা ভঙ্গ করছে বলে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: অমরনাথ যাত্রাকে নিরাপদ করতে ‘অপারেশন শিব’ শুরু ভারতীয় সেনার
সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে অনডিউটি পুলিশকর্মীদের রিল বানানোর একাধিক ভিডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর জেরেই এই কড়া পদক্ষেপ নেয় পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই এই নিয়মভঙ্গের দায়ে অন্তত ১০ জন মহিলা পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, এতদিন মহিলাদের সাজগোজ বা গয়না পরা নিয়ে কোনও নির্দিষ্ট নির্দেশ না থাকলেও এবার তা স্পষ্টভাবে নিষিদ্ধ করা হল। পুলিশের শীর্ষ মহলের বক্তব্য, বাহিনীর গরিমা এবং সাধারণ মানুষের আস্থা অটুট রাখতেই এই পদক্ষেপ।
দেখুন আরও খবর: