Sunday, August 3, 2025
HomeদেশAtiq Ahmed | NHRC | আতিক-আশরাফ হত্যাকাণ্ডে যোগীর পুলিশকে নোটিস জাতীয় মানবাধিকার...

Atiq Ahmed | NHRC | আতিক-আশরাফ হত্যাকাণ্ডে যোগীর পুলিশকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

Follow Us :

নয়াদিল্লি: আতিক আহমেদ ও তার ভাই আশরাফকে হত্যার ঘটনায় উত্তরপ্রদেশ পুলিশকে নোটিস জারি জাতীয় মানবাধিকার কমিশনের। মঙ্গলবার মানবাধিকার কমিশনের তরফে উত্তরপ্রদেশের পুলিশের ডিআইজি সহ পুলিশ কমিশনারের কাছে আগামী চার সপ্তাহের মধ্যে এই ঘটনার রিপোর্ট চাওয়া হয়েছে। গত শনিবার রাতে প্রয়াগরাজের হাসপাতালে মেডিক্যাল চেকআপে নিয়ে যাওয়ার সময় সাংবাদিক সেজে তিন দুষ্কৃতী দুই ভাই আতিক-আশরাফকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে। সেই সময় সংবাদমাধ্যমের একাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। এই ঘটনায় উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। বিরোধীদের অভিযোগ, যোগীরাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি তলানিতে গিয়ে ঠেকেছে। এবার জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্ট চেয়ে নোটিস পাঠাল যোগীর প্রশাসনকে।

ওই রিপোর্টে ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ চেয়ে নোটিস দেওয়া হয়েছে। নোটিসে উল্লেখ, এই হত্যাকাণ্ডের সময়, স্থান সহ কী কারণে এমন ঘটনা তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি মৃত ব্যক্তির বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এবং এফআইআরের দায়ের করা হয়েছে, তার নথি চাওয়া হয়েছে। একইসঙ্গে গ্রেফতার ও পরিদর্শন মেমোর নথি, গ্রেফতারের তথ্য পরিবার সদস্যদের দেওয়া হয়েছিল কি না, তাও জানতে চেয়েছে মানবাধিকার কমিশন। এছাড়াও মৃত ব্যক্তির কাছে থেকে কোনও কিছু বাজেয়াপ্ত বা উদ্ধার করা হয়েছে কি না, সে বিষয়েও জানতে চেয়েছে কমিশন। মৃত ব্যক্তির মেডিক্যাল লিগ্যাল সার্টিফিকেটের কপি সহ তার বিরুদ্ধে তদন্তের রিপোর্ট ও জিডি এক্সট্র্যাক্টের তথ্য (যা ইংরেজি ও হিন্দিতে অনুবাদ) রয়েছে, তাও চাওয়া হয়েছে। একইসঙ্গে ময়নাতদন্তের রিপোর্ট যেখানে মৃত ব্যক্তির শরীরে আঘাতের বিবরণ সহ ময়নাতদন্তের পরীক্ষার ভিডিয়ো ও ঘটনাস্থলের সাইট প্ল্যানের সমস্ত বিবরণ দিতে বলা হয়েছে। সেইসঙ্গে ভিসেরার রাসায়নিক ও হিস্টোপ্যাথলজি পরীক্ষা (যদি প্রযোজ্য হয়), এফএসএল রিপোর্ট এবং  মৃত্যুর চূড়ান্ত কারণ হিসেবে ম্যাজিসটেরিয়াল তদন্তের বিবরণও দিতে বলা হয়েছে কমিশনের ওই নোটিসে।

আরও পড়ুন: Tribal People | তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ শতাধিক আদিবাসী সম্প্রদায়ের মানুষের

প্রসঙ্গত, মঙ্গলবারই ২০১৭ সাল থেকে যোগীরাজ্যের এনকাউন্টারে কত লোকের মৃত্যু হয়েছে, সেই তথ্য জানতে চেয়ে সুপ্রিমকোর্টে একটি মামলা করেন বিশাল তিওয়ারি নামে এক আইনজীবী। বিশালের আবেদনে আতিক-আশরাফের মৃত্যুর প্রসঙ্গও তোলা হয়েছিল। সুপ্রিম কোর্ট ওই মামলা গ্রহণ করেছে। ২৪ এপ্রিল সেই মমমলার শুনানি হওয়ার কথা। 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39