কলকাতা ওয়েব ডেস্ক : দিল্লি এবং কর্ণাটকের পর এবার উত্তরপ্রদেশও নাইট কার্ফুর পথে হাঁটল। রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নাইট কার্ফু জারির কথা ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। ২৫ ডিসেম্বর থেকে ওই নির্দেশ কার্যকর হবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার মধ্যপ্রদেশ সরকার এক সপ্তাহের জন্য নাইট কার্ফু জারি করেছে রাজ্যে।
ওমিক্রন এবং করোনার তৃতীয় ঢেউ যেভাবে বাড়ছে, তাতে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। বড়দিন, বর্ষশেষ ও বর্ষবরণের উৎসবে সব রাজ্যকে বড় জমায়েত নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। রাজ্যগুলিকে আপাতত কয়েকদিন নাইট কার্ফু জারি করতেও বলেছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ সরকার অবশ্য বড়দিন ও বর্ষবরণ উপলক্ষে নাইট কার্ফুতে ছাড় দিয়েছে। ইতিমধ্যে কলকাতা শহরে ও অন্যত্র বড়দিনের ভিড় শুরু হয়ে গিয়েছে। ডিসেম্বর মাসের শেষ থেকে জানুয়ারি মাস পর্যন্ত রাজ্যে একের পর এক নানা অনুষ্ঠান রয়েছে। এই সব অনুষ্ঠানে যদি বিপুল জমায়েত না নিয়ন্ত্রণ করা যায়, তবে পরিস্থিতি লাগামছাড়া হয়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন : Jammu and Kashmir: ভোররাতে কাশ্মীরের অনন্তনাগে এনকাউন্টার, খতম জঙ্গি
তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় এলাহাবাদ হাইকোর্ট নির্বাচন কমিশনকে উত্তরপ্রদেশে বিধানসভা ভোট কিছুদিনের জন্য পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। বিচারপতি শেখর যাদব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ওই রাজ্যে নির্বাচনী প্রচারে না যাওয়ার জন্য অনুরোধ করেন। বিচারপতি জানান, উত্তরপ্রদেশে গ্রাম পঞ্চায়েত ভোট ও বাংলার বিধানসভা ভোটের পর দুই রাজ্যে কী হয়েছে, তা সবাই জানে। এলাহাবাদ হাইকোর্টের ওই পরামর্শের পর মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে পঞ্চায়েত ভোট পিছিয়ে দেওয়ার পক্ষে মত দিয়েছেন।