নয়াদিল্লি: সারা দেশে এনআরসি কার্যকরের ব্যাপারে কেন্দ্রীয় সরকার এখন কোনও সিদ্ধান্ত নেয়নি। মঙ্গলবার সংসদে এ কথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। ২০২১-এ বাংলায় বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশজুড়ে নাগরিকপঞ্জি বা এনআরসি চালু করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ভোটপর্ব মিটে যাওয়ার পর প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারল না কেন্দ্র।
একটি প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, এখন পর্যন্ত, কেন্দ্রীয় সরকার জাতীয় পর্যায়ে ভারতীয় নাগরিকদের নাগরিকপঞ্জি বা এনআরসি প্রস্তুত করার কোনও সিদ্ধান্ত নেয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশেই অসমে এনআরসি হয়েছে বলেও দাবি করেন তিনি। এর আগে ২০২০-র অগস্ট ও নভেম্বর মাসেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই সংসদে জানিয়েছিলেন, কেন্দ্রীয় ভাবে এনআরসি কার্যকরের ব্যাপারে সরকার এখন কোনও সিদ্ধান্ত নেয়নি।
২০১৯-এর নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিতর্কের মাঝেই দেশব্যাপী এনআরসি-র প্রসঙ্গ খবরে আসে। বিজেপির লোকসভা নির্বাচনের ইস্তেহারেও এনআরসি চালুর প্রসঙ্গ স্থান পায়। উত্তর-পূর্বের রাজ্য অসমে এনআরসি হয়েছে। ভারতীয় নাগরিকত্বের প্রমাণ স্বরূপ যথোপযুক্ত তথ্য দিতে না পারায় ৩.৩ কোটি আবেদনকারীর মধ্যে ১৯ লক্ষ ৬ হাজার নাম বাদ পড়েছিল।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এনআরসি কিংবা সিএএ নিয়ে গোটা দেশের মানুষের মধ্যে একটা চাপা আতঙ্ক রয়েছে। বিরোধী দলগুলিও বারংবার এনআরসি, সিএএ বাতিলের দাবিতে সোচ্চার হয়েছে। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বেশ কয়েকটি রাজ্যে ভোট রয়েছে। সে কারণেই এনআরসি ইস্যুতে মেপে পা ফেলতে চাইছে মোদি সরকার।
Till now, the Government has not taken any decision to prepare National Register of Indian Citizens (NRIC) at the National level: MoS Home Nityanand Rai to Lok Sabha
— ANI (@ANI) March 15, 2022