নয়াদিল্লি: ১৩০ কোটির জনসংখ্যার দেশে মোট ভোটার সংখ্যা ৯৫.৩ কোটির বেশি৷ যার মধ্যে পুরুষ ভোটার (male Voters in India) প্রায় ৫০ কোটির কাছাকাছি৷ তুলনায় অনেক পিছিয়ে মহিলারা৷ দেশে মহিলার ভোটার (Female Voters in India) সংখ্যা ৪৬ কোটির বেশি৷ অর্থাৎ পুরুষ এবং মহিলা ভোটার সংখ্যার ব্যবধান প্রায় ৪ কোটি৷ ৯৫.৩ কোটির মধ্যে সিনিয়র সিটিজেন ভোটার সংখ্যা ১.৯২ কোটি৷ মঙ্গলবার জাতীয় ভোটার দিবস (National Voter’s Day) উপলক্ষে এই পরিসংখ্যান পেশ করেন নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র (Election Commissioner Sushil Chandra)৷
প্রতি বছর ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করে নির্বাচন কমিশন৷ এদিনই কমিশন নতুন ভোটারদের জন্য একটি ঘোষণা করেছে৷ কমিশনের এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, এবার থেকে ডাক বিভাগের মাধ্যমে নতুন ভোটারদের বাড়িতেই পৌঁছে যাবে ভোটার কার্ড৷ আজ জাতীয় ভোটার দিবস থেকে এই পরিষেবা চালু হবে৷ নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নতুন ভোটারদের অবগত করতে কমিশন একটি কিটও পাঠাবে৷ যার মধ্যে ইভিএম এবং ভোটদান সম্পর্কে নানা তথ্য থাকবে৷ কমিশনের ওই আধিকারিক জানিয়েছেন, এবছরের থিম হল ভোটারদের সতর্ক, সুরক্ষা এবং সচেতন করা৷
অন্যদিকে নির্বাচনে ভোটের শতকতা হার কম নিয়ে উষ্মা প্রকাশ করেন৷ জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাতে দলের কর্মীদের লক্ষ্যমাত্রা বেঁধে দেন৷ তিনি বলেন, ‘প্রথম নির্বাচনের পর থেকে ২০১৯ সালে দেশে ভোটদানের হার ৪৫ শতাংশ থেকে বেড়ে মাত্র ৬৭ শতাংশ হয়েছে৷ সব রাজনৈতিক দলকে ভাবতে হবে কেন ভোটের শতকরা হার এত কম? শহুরে মানুষ যাঁরা সোশ্যাল মিডিয়ায় এত সক্রিয় তাঁরা কেন ভোটদান থেকে নিজেদের বিরত করছেন? এটার পরিবর্তন দরকার৷ তাই স্বাধীনতার ৭৫তম বছরে আমরা এই শপথ নিই সব বুথে ভোটদানের হার ৭৫ শতাংশে নিয়ে যাব৷’ সেই সঙ্গে এক দেশ এক নির্বাচন এবং এক দেশ এক ভোটার লিস্ট নিয়েও বিতর্ক জারি রাখার ডাক দেন৷