ভুবনেশ্বর: কর্নাটকের বিধানসভা নির্বাচন ২০২৩-এ (Karnataka Election 2023) বিজেপিকে সম্পূর্ণ পর্যুদস্ত করেছে কংগ্রেস (Congress)। দক্ষিণের এই রাজ্যে বিজেপির বিজয়রথ থেমে গিয়েছে। কর্নাটকের ভোটের ফল প্রকাশের পরই বিজেপিকে কড়া ভাষায় তোপ দাগলেন নবীন পট্টনায়ক। বেশ কিছুদিন আগেই যে বলেছিল কোনও জোটে যেতে চায় না। কিছুটা হলেও বিরোধীদের থেকে সমদূরত্ব বজায় রাখছিলেন। সেই নবীন পট্টনায়েক বললেন, সরকার ডবল ইঞ্জিন নাকি সিঙ্গল ইঞ্জিন, সেটা কোনও ব্যাপারই নয়। আসলে মানুষ চায় সুশাসন।
বিজু জনতা দলের (বিজেডি) সভাপতি এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক (Naveen Patnaik Chief minister of Odisha) বিজেপিকে আক্রমণ করে বলেন, সরকার সিঙ্গল নাকি ডবল ইঞ্জিনের, সেটা মানুষের কাছে গুরুত্বপূর্ণ নয়। মানুষের কাছে গুরুত্বপূর্ণ শুধু সুশাসন। সবসময় সুশাসনেরই জয় হবে। বিশেষ করে শনিবার ঝাড়সুগুদা উপ-নির্বাচনে বিজেডির প্রার্থীর জয়ের পরে পট্টনায়েকের এই মন্তব্য যে ঘুরিয়ে বিজেপিকে তোপ তাতে কোনও সংশয় নেই।
আরও পড়ুন: Sukanta Mazumdar | কর্ণাটকের ফলের প্রভাব পঞ্চায়েতে পড়বে না বললেন সুকান্ত মজুমদার
প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ শেষে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, ২০২৪-এর লোকসভা ভোটে কোনও জোটে তিনি নেই। তৃতীয় ফ্রন্টে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। তিনি সকলের সঙ্গে সমদূরত্ব নীতি নিয়ে চলবেন। কর্নাটকে বিজেপির (BJP) ভরাডুবির পরই নবীনের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।
২০২৪-এর লোকসভা ভোটের আগে দাক্ষিণাত্যের একমাত্র রাজ্যে ক্ষমতা ধরে রাখতে মরিয়া ছিল বিজেপি। বিজেপির কাজে আসেনি হিজাব, বজরংবলি, টিপু সুলতান ইস্যু। এমন তকি ব্যর্থ মোদি ম্যাজিকও। কর্নাটকে বিজেপির মূল শক্তি লিঙ্গায়ত ভোটব্যাঙ্ক। ইয়েদুরাপ্পাকে সরিয়ে দেওয়াটা লিঙ্গায়ত সম্প্রদায় ভালভাবে নেয়নি। শেষে থমকে গেল বিজেপির অশ্বমেধের ঘোড়া। দাক্ষিণাত্যের ক্ষমতায় ফিরলে লোকসভার ভোটের আগে বাড়তি অক্সিজেন পাচ্ছে কংগ্রেস। যা বিরোধী জোটকেও চাঙ্গা করবে বলে মনে করছে রাজনৈতিক মহল। কর্ণাটকে বিজেপির পরাজয়ের পর নীতীশ কুমার, মমতা বন্দ্যোপাধ্যায়, এম কে স্ট্যালিন, এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার, অখিলেশ যাদব, রাহুল গান্ধী (Rahul Gandhi) সঞ্জয় রাউত-সহ বিভিন্ন বিরোধী দলের নেতা একযোগে বিজেপি বিরোধী জোটের ডাক দিয়েছেন। এই আবহে গুরুত্বপূর্ণ আগামী ২৮ মে দিল্লিতে নীতি আয়োগের বৈঠক।