ওয়েব ডেস্ক: সরকারি নথি (Official Communications) থেকে এবার সম্পূর্ণভাবে বাদ পড়তে চলেছে একটি শব্দ। সরকারি নথি, দফতরের যোগাযোগ ও শিক্ষাপ্রতিষ্ঠানে ‘হরিজন’ (Harijan) শব্দের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করল ওড়িশা সরকার (Government Of Odisha)। বুধবার ওড়িশা সরকারের তরফে জানানো হয়, রাজ্যের সমস্ত দফতর, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাকে ইতিমধ্যে এই নির্দেশ পাঠানো হয়েছে।
ওড়িশা মানবাধিকার কমিশন সম্প্রতি এই শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করায়, রাজ্য সরকার সেই নির্দেশ কার্যকর করছে। রাজ্যের তফশিলি জাতি ও উপজাতি উন্নয়ন, সংখ্যালঘু ও অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের পক্ষ থেকে ১২ আগস্ট জারি করা একটি চিঠিতে বলা হয়েছে, তফসিলি জাতিভুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে ইংরেজিতে ‘শিডিউল কাস্ট’ (Schedule Caste) এবং ওড়িয়া সহ অন্যান্য ভাষায় ‘অনুসূচিত জাতি’ শব্দ ব্যবহার করতে হবে।
আরও পড়ুন: বিচারপতি ভার্মার ঘটনার তদন্তে লোকসভার ৩ সদস্যের কমিটি
ওড়িশা সরকারের এই নির্দেশে স্পষ্টভাবে জানানো হয়েছে, ‘হরিজন’ শব্দটি কোনও সরকারি যোগাযোগ, নথি, লেনদেন, জাতি সনদ, প্রকাশনা, দফতরের নাম বা অন্য কোনও ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এই মর্মে ইতিমধ্যে সংশ্লিষ্ট দফতরগুলিকে তাদের কর্মীদের সচেতন করতে ও পুরনো নথি-রেকর্ড সংশোধন করতে বলা হয়েছে। এছাড়া, গৃহীত পদক্ষেপের একটি প্রতিবেদনও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১৯৮২ সালেই কেন্দ্র সরকার সব রাজ্যকে ‘হরিজন’ শব্দ ব্যবহার না করার নির্দেশ দিয়েছিল। পরে ২০১৩ সালে সমাজকল্যাণ মন্ত্রকের তরফে নতুন করে নির্দেশ জারি করে জানানো হয়, এই শব্দটি শুধু জাতি সনদে নয়, বরং সব ধরনের সরকারি যোগাযোগে নিষিদ্ধ রাখতে হবে। ওড়িশা বিধানসভাও এর আগে ‘হরিজন’ শব্দ ব্যবহার বন্ধ করা হয়েছে।
দেখুন আরও খবর: