নয়াদিল্লি: ওমিক্রন (Omicron India) আক্রান্ত রাজ্যগুলোর তালিকায় এ বার ঢুকে পড়ল মধ্যপ্রদেশও। রবিবার মধ্যপ্রদেশে আট ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। ওডিশাতে নতুন করে আক্রান্ত চার জন। সব মিলিয়ে দেশে ওমিক্রন আক্রান্ত বেড়ে হল ৪৩৪। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র এদিন জানান, ওমিক্রন আক্রান্তদের আট জনই ইন্দোরের বাসিন্দা। সকলেই অল্পবয়সি। তিনি দাবি করেন, আক্রান্তদের (Omicron India) মধ্যে ছ’জনই সুস্থ হয়ে উঠেছেন। চিকিৎসা চলছে দু’জনের।
মন্ত্রী জানান, দিন কয়েক হল ৩,০০০ জন বিদেশ থেকে ইন্দোরে ফিরেছেন। এর মধ্যে আরসি-পিসিআর টেস্টে ২৬ জনের কোভিড সংক্রমণ ধরা পড়ে। জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হলে, আট জনের ওমিক্রন রিপোর্ট পজিটিভ আসে। ১৭ থেকে ২১ ডিসেম্বরের মধ্যে সকলের নমুনা সংগ্রহ করা হয়েছিল।
সরকারি সূত্রে খবর, ওমিক্রন আক্রান্তদের মধ্যে ২ জন নিউ ইয়র্ক থেকে ১৪ ও ১৯ ডিসেম্বর ইন্দোরে ফিরেছেন। ১৪ ডিসেম্বর লন্ডন থেকে ফিরেছেন আরও এক ওমিক্রন আক্রান্ত তরুণী। পূর্ব আফ্রিকার তানজানিয়া থেকে দেশে ফেরা আরও দুই যুবতীরও ওমিক্রন রিপোর্ট পজিটিভ। ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত আরও এক মহিলা ফিরেছেন পশ্চিম আফ্রিকার ঘানা থেকে। এ ছাড়া দুবাই থেকে ফেরা আরও ২ জনও ওমিক্রন পজিটিভ।
আরও পড়ুন: Covid France: ব্রিটেনের পর ফ্রান্সেও করোনার রেকর্ড সংক্রমণ, দৈনিক আক্রান্ত ১,০৪,৬১১
ওডিশায় আগেই চার জনের ওমিক্রন ধরা পড়েছিল। নতুন করে আরও চার জন কোভিডের নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। জানা গিয়েছে, এই চার জনই বিদেশ থেকে ফিরেছেন। স্বাস্থ্য পরিষেবার ডিরেক্টর বিজয় মহাপাত্র জানান, আক্রান্তদের ২ জন ফিরেছেন নাইজেরিয়া থেকে, বাকি ২ জন সংযুক্ত আরব আমিরশাহি থেকে। চার জনেরই শারীরিক অবস্থা স্থিতিশীল।
ওডিশায় প্রথম ওমিক্রন ধরা পড়েছিল ২১ ডিসেম্বর। নাইজেরিয়া ও কাতার থেকে ফেরা দু’জনের ওমিক্রন রিপোর্ট পজিটিভ আসে।
বিজয় মহাপাত্র জানিয়েছেন, বিদেশ থেকে আসা সকলেরই কোভিড টেস্ট করানো হচ্ছে। রিপোর্ট পজিটিভ এলেই জিনোম পরীক্ষা করতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। রবিবার বেলার রিপোর্ট অনুযায়ী, ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে দেশে ওমিক্রন আক্রান্ত ৪৩৪ জন। যদিও এর মধ্যে ১৩০ জন সুস্থ হয়ে উঠেছেন।