কলকাতা টিভি ওয়েবডেস্ক: মৃত্যুর ভয় নেই, তবে ওমিক্রনে (Omicron in India) সংক্রমের গতি দুরন্ত(omicron infected countries)। দেশে এখনও পর্যন্ত ওমিক্রনে (Omicron Virus) আক্রান্তের (Omicron cases in the world) সংখ্যা বেড়ে ৩২। কর্ণাটক, গুজরাত, মহারাষ্ট্র, দিল্লি, একের পর এক রাজ্যে হদিশ মিলেছে ওমিক্রনের (Omicron Coronavirus)। ক্রমশ বেড়ে চলেছে ওমিক্রন উদ্বেগ (Omicron variant in india)। চিকিৎসকেরা বলছেন, আরও বাড়তে পারে এই ‘অতিসংক্রমক’ ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ।
ওমিক্রন (Omicron Variant) হদিস মেলার এক মাসের মধ্যেই দ্রুত আক্রান্তের খবর সামনে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনার চেয়ে ওমিক্রনের লক্ষন (omicron variant symptoms) একটু আলাদা। জ্বর আসেনা তেমন, তবে গলা খুসখুস, শরীরে হলকা বেদনা ভাব থাকে আক্রান্তদের। করোনার এই স্ট্রেনে যে ব্যক্তিরা আক্রান্ত তাঁদের শরীরেও বিশেষ কিছু লক্ষন ধরা পড়েনি। যদিও কারও খুব বেশি লক্ষণ থেকে থাকে তাহলেও সেটি ০.০৪ শতাংশেরও কম। যে কারণে আক্রান্তদের কেবল শারীরিক পরিস্থিতি বিবেচনা করে শনাক্ত করা সম্ভব নয়। জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল।
আরও পড়ুন International Flights: ওমিক্রন আতঙ্ক, আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল কেন্দ্র
স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ২৫ জন ওমিক্রন আক্রান্তের (omicron variant covid) হদিস মিলেছে। বিশ্বে ৫৯টি দেশে ইতিমধ্যেই আক্রান্ত ২ হাজার ৯৩৬ জন। একইসঙ্গে ৭৮ হাজার ৫৪ জন আক্রান্তের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হয়েছে। তাঁদের রিপোর্ট এখনও এসে পৌঁছয়নি।
আরও পড়ুন Omicron suspect in Kolkata Airport: ওমিক্রন আতঙ্ক এবার দমদম বিমানবন্দরে, করোনা পজিটিভ মহিলা
ওমিক্রন ঠেকাতে বিমানবন্দরগুলিতে কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ওমিক্রনের হাত ধরেই দেশে করোনার তৃতীয় ঢেউ আসতে পারে, এই সেই আশঙ্কা থেকেই আন্তর্জাতিক বিমান চলাচলে বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে।ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড,ফিনল্যান্ড, দক্ষিণ আফ্রিকা সহ ১৪টি দেশের সঙ্গে নিয়মিত বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত।