সিকিম: ওমিক্রনের (Omicron) আতঙ্কের জের । বিদেশি পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল সিকিম সরকার (Sikkim Goverment) । ৩০ নভেম্বর সিকিম সরকারের স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে একটি নির্দেশিকায় এই কথা জানানো হয়েছে ।
সামনেই শীতের ভরা মরসুম । করোনা-লকডাউনের তাণ্ডব সামলে ধীরে ধীরে উঠে দাঁড়াতে শুরু করেছে পর্যটন শিল্প । সিকিমের পেলিং, ইয়ংথান, ছাঙ্গু, বাবা মন্দির, গ্যাংটক, লাচুং সমেত বিভিন্ন জায়গায় আসতে শুরু করেছেন দেশি, বিদেশি পর্যটকেরা । এর মাঝেই ইউরোপের কয়েকটি দেশ, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, ইজ়রায়েলে করোনার আরও ভয়ঙ্কর রূপ ওমিক্রনের সন্ধান মিলেছে । করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের অভিজ্ঞতার জেরে এবার আগেভাগে উত্তরবঙ্গ লাগোয়া এই ছোট্ট রাজ্যটি বিদেশি (Foreigners) পর্যটকদের জন্য দরজা বন্ধ করল ।
সারা বছর উত্তরবঙ্গের পাশাপাশি সিকিমের পর্যটন সার্কিট মিলিয়ে প্রায় ৮ থেকে ১০ শতাংশ বিদেশি পর্যটকে ভিড় জমান । করোনার কারণে বিগত দু’বছরে একই ভাবে ভিন রাজ্যের পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল । মাঝে গ্রাফ কিছুটা কমলেও ফের বিশ্বজুড়ে ওমিক্রনের আতঙ্ক ছড়িয়েছে ।
আরও পড়ুন – ওমিক্রন আতঙ্ক, ১৫ ডিসেম্বর থেকে চালু হচ্ছে না আন্তর্জাতিক উড়ান পরিষেবা
এরই মধ্যেই আন্তর্জাতিক উড়ান চালু করার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল কেন্দ্র । চলতি মাস অর্থাৎ ডিসেম্বরের পনেরো তারিখ থেকে উড়ান চালুর কথা ছিল। কিন্তু বিশ্বের বারোটি দেশে ওমিক্রন ছড়িয়ে পড়ার পর আপাতত আন্তর্জাতিক উড়ান চালু করছে না অসামরিক বিমান পরিবহন মন্ত্রক।