কলকাতা টিভি ওয়েবডেস্ক: ফের মহারাষ্ট্রে (Maharstra Omicron) ওমিক্রন হানা (Omicron in Mumbai)। মুম্বইয়ের ধারাভি (Omicron in Dharavi area of Mumbai) বস্তিতে আক্রান্ত আরও একজন। এর আগেও ২ জন আক্রান্তের হদিস মিলেছে ধারাভিতে (Omicron case found in Dharavi)। এই নিয়ে মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত ১১ জন। স্বাস্থ্য দফতর সূত্রে জানা যাচ্ছে, ধারাভির বাসিন্দা ওই ব্যক্তি সম্প্রতি তানজানিয়া থেকে ফিরেছেন। ভর্তি রয়েছেন মহারাষ্ট্রের সেভেন হিলস হাসপাতালে (SevenHills Hospital)।
One #Omicron case found in Dharavi area of Mumbai. The person had returned from Tanzania; now admitted at SevenHills Hospital: BMC (Brihanmumbai Municipal Corporation)
— ANI (@ANI) December 10, 2021
কয়েকদিন আগেই মুম্বাইয়ে আরও ২ জন বিদেশ ফেরত ভারতীয়র শরীরে ধরা পরে ওমিক্রন ভাইরাসের। একজন জোহানেসবার্গের (Johannesburg)- এর। আরেকজন আমেরিকা(america) ফেরত। তবে দুজনেই উপসর্গহীন আক্রান্ত। ফাইজারের টিকাও নিয়েছিলেন তাঁরা।
আরও পড়ুন Omicron suspect in Kolkata Airport: ওমিক্রন আতঙ্ক এবার দমদম বিমানবন্দরে, করোনা পজিটিভ মহিলা
ওমিক্রন (Omicron in Dharavi) হদিস মেলার এক মাসের মধ্যেই দ্রুত আক্রান্তের খবর সামনে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনার চেয়ে ওমিক্রনের লক্ষন (Omicron symptoms) একটু আলাদা। জ্বর আসেনা তেমন, তবে গলা খুসখুস, শরীরে হলকা বেদনা ভাব থাকে আক্রান্তদের। করোনার এই স্ট্রেনে যে ব্যক্তিরা আক্রান্ত তাঁদের শরীরেও বিশেষ কিছু লক্ষন ধরা পড়েনি। যদিও কারও খুব বেশি লক্ষণ থেকে থাকে তাহলেও সেটি ০.০৪ শতাংশেরও কম। বিশ্বে এখনও পর্যন্ত ৫৯টি দেশে ইতিমধ্যেই আক্রান্ত ২ হাজার ৯৩৬ জন। একইসঙ্গে ৭৮ হাজার ৫৪ জন আক্রান্তের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হয়েছে।