কলকাতা টিভি ওয়েব ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাতে জোরকদমে চলছে অপারেশন গঙ্গা (Operation Ganga)। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক (Ministry of Civil Aviation) সূত্রের খবর, রবিবার ১১টি বিশেষ বিমানে চেপে থেকে দেশে ফিরেছেন ২১৩৫ জন ভারতীয় নাগরিক। ইউক্রেনের বিভিন্ন সীমান্তে আটকে থাকা পড়ুয়া ও নাগরিকদের (Russia-Ukraine war) এদিন দেশে ফিরিয়ে আনা হয়েছে। পরিবহণ মন্ত্রক আরও জানিয়েছে, রবিবার, ৬ মার্চ পর্যন্ত ১৫ হাজার ৯০০ ভারতীয়কে ইউক্রেন থেকে দেশে ফেরানো হয়েছে। ধারণা, প্রায় ২০ হাজার ভারতীয় পড়ুয়া ইউক্রেনে পড়তে গিয়েছিলেন। খুব শিগগির বাকিদেরও দেশে ফেরানো হবে।
২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে অপারেশন গঙ্গা অভিযান। মার্চ মাসের ৮ তারিখ পর্যন্ত এই বিশেষ অপারেশন চালু থাকবে ভারত সরকারের পক্ষে থেকে। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সূত্রের খবর, সোমবার ৮টি বিশেষ বিমানে ১৫০০ ভারতীয়কে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইউক্রেনের বিভিন্ন সীমান্ত থেকে পড়ুয়াদের নিয়ে আসবে ওই বিমানগুলি। যার মধ্যে বুদাপেস্ট থেকে পাঁচটি বিমান, সুকেভা থেকে দুটি, এবং বুখারেস্ট থেকে একটি বিমানে করে আটকে থাকা নাগরিকদের দেশে ফেরানো হবে বলে জানা গিয়েছে।
Under #OperationGanga, 2135 Indians have been brought back today by 11 special civilian flights from Ukraine’s neighbouring countries. With this, more than 15, 900 Indians have been brought back since the special flights began on 22nd February, 2022: Ministry of Civil Aviation pic.twitter.com/N9TZdZ2QrX
— ANI (@ANI) March 6, 2022
ভারতীয়রা ছাড়াও একাধিক দেশের পড়ুয়া রয়েছেন ইউক্রেনে (Russia-Ukraine crisis)। এঁদের একটা বড় অংশই আবার ডাক্তারি পড়তে ইউক্রেনে গিয়েছিলেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধ বেধে যাওয়ার কারণে এই পড়ুয়ারা রাজধানী কিভ-সহ ইউক্রেনের কয়েক’টি শহরে আটকে পড়েন। কর্নাটকের বাসিন্দা নবীন শেখারাপ্পা জ্ঞানগৌদার নামে এক মেডিক্যাল পড়ুয়া ইতিমধ্যে রুশ ক্ষেপণাস্ত্রে নিহত হয়েছেন। খারকিভ মেডিক্যাল কলেজের ওই ছাত্র খাবার কিনতে বেরিয়ে রুশ গোলাবর্ষণে নিহত হন। এর পরই ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করতে রাশিয়া ও ইউক্রেনের কাছে যুদ্ধবিরতির আর্জি জানিয়েছিল নয়াদিল্লি।
আরও পড়ুন: Russia-Ukraine War: বিধ্বস্ত ইউক্রেন, বিপন্ন স্বভূমির জন্য গান গেয়ে ৫৫৯ কোটি টাকা তুললেন জামালা
হামলা আরও জোরদার করার আগে শনি ও রবি দু-দফায় কয়েক ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া। শুধু বিদেশি পড়ুয়ারাই নয়, ইউক্রেনের সাধারণ নাগরিকদেরও যুদ্ধবিরতি চলাকালীন নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলে পুতিন বাহিনী। তার পরেই গত দু’দিন ধরে ইউক্রেনীয়রা দেশ ছাড়তে শুরু করেছেন। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী, যুদ্ধের এই ১১ দিনে ইউক্রেনের প্রায় ১৫ লক্ষ নাগরিক দেশ ছেড়েছেন।