সিমলা: বিদায়ী বছরের শেষ থেকেই ক্রমাগত তুষারপাতে উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকা বিধ্বস্ত। নতুন বছরের শুরুতেও ফের প্রবল তুষারপাত শুরু হয়েছে হিমাচলে। তুষারপাতের জেরে বন্ধ রাখা হয়েছে বেশির ভাগ পর্যটনস্থল। বরফের পুরু চাদরে ঢাকা পড়েছে হিমাচলের ৪০০-র বেশি রাস্তা। বহু এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ।
হাড় হিম করা ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত। হিমাচল প্রদেশে হিমাঙ্কের নীচে রয়েছে তাপমাত্রা। রবিবার ওই রাজ্যে সর্বোচ্চ তুষারপাত হয়েছে কুফরিতে। সেখানে ৫৫ সেন্টিমিটার তুষারপাত রেকর্ড করা হয়েছে। ডালহৌসিতে ৩০ সেমি, কাল্পায় ২১.৬ সেমি, শিমলায় ১৫ সেমি এবং মানালিতে ২ সেমি তুষারপাত হয়েছে। শিমলার নারকান্ডা, জুব্বাল, খারাপাথার, রোহরু এবং চোপালের মতো বেশ কিছু শহর সাদা বরফে ঢেকে গিয়েছে।
আরও পড়ুন: Omicron: শিশুদের জন্য ডেল্টার থেকেও ‘মারণ ক্ষমতা’ বেশি ওমিক্রনের, সতর্ক
তুষারপাতের জেরে বন্ধ প্রায় ৪০০-র বেশি রাস্তা। শিমলা, কুলু-মানালি, টিম্বার একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ। মানালির উপরের অংশে বন্ধ করে দেওয়া হয়েছে যান পরিষেবা। এরই মধ্যে আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার পর্যন্ত ওই রাজ্যে মাঝারি থেকে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে।