কলকাতা টিভি ওয়েব ডেস্ক: গত শনিবার হরিদ্বারের ডাডা জালালপুর গ্রামে হনুমান জয়ন্তীর মিছিলে পাথর ছোড়াকে ঘিরে ধুন্ধুমার ঘটে। রেহাই পাননি ৭০ বছরের বৃদ্ধা পারভিন বিবিও। তাঁর বাড়িতেও ভিন্ন সম্প্রদায়ের লোকজন হামলা চালায় রোজা চলাকালীন। তবে, হামলাকারীদের তিনি ক্ষমা করে দিয়েছেন। একইসঙ্গে পারভিন বলেন, আমরা ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। রোজা রাখছি। আল্লাহ্ যদি মনে করেন, তিনিই আমাদের বাঁচিয়ে রাখবেন। আল্লাহ্ যদি মনে করেন তিনি আমাদের মারবেন। সবই আল্লাহ্র দোয়া। কিন্তু আমরা মাথা নত করব না। যতই হামলা হবে ততই আমাদের মনের জোর বাড়বে।
হনুমান জয়ন্তী উপলক্ষে দেশের বেশ কয়েকটি রাজ্যে বিক্ষিপ্ত অশান্তি হয়। বিভিন্ন জায়গায় গোষ্ঠী সংঘর্ষ, ভাংচুর বাড়ি-ঘর জ্বালানোর মতো ঘটনা ঘটে। দিল্লির জাহাঙ্গীরপুরিতে পরিস্থিতি মারাত্বক আকার নেয়। অবাধে লুঠতরাজ, অগ্নিসংযোগ, অস্ত্র নিয়ে দাপাদাপি সবই চলে। ওই ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতার করে দিল্লি পুলিস। তাদের মধ্যে অনেকের আবার পশ্চিমবঙ্গের সঙ্গেও যোগ রয়েছে। হিংসার মূল পাণ্ডা আনসারের সঙ্গে বিজেপি এবং তৃণমূলের যোগাযোগ নিয়ে গত ক’দিন ধরে রাজনৈতিক তরজাও তুঙ্গে ওঠে।
বাদ যায়নি উত্তরাখণ্ডের হরিদ্বারও। গত শনিবার হরিদ্বারের ডাডা জালালপুর গ্রামে হনুমান জয়ন্তীর মিছিল ঘিরে তুলকালাম ঘটে। অনেক বাড়িতে হামলা হয়। বেশ কিছু গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে জখম হন ৬ জন। গ্রেফতার করা হয় মোট ৯ জনকে। হিন্দু বাহিনীর হাত থেকে নিস্তার পাননি ৭০ বছরের বৃদ্ধা পারভিন বিবিও। হামলা হয়েছে তাঁর বাড়িতেও। অভিযোগ, হিন্দু প্রতিবেশীরাই ওই হামলা চালিয়েছে।
আরও পড়ুন- Tamil Nadu Electrocution: তামিলনাড়ুতে মন্দিরের শোভাযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শিশু সহ মৃত ১১