Friday, August 8, 2025
HomeCurrent NewsNarendra Modi: মমতার প্রকল্পের আদলে পিএম কেয়ার্সের সূচনা মোদির

Narendra Modi: মমতার প্রকল্পের আদলে পিএম কেয়ার্সের সূচনা মোদির

Follow Us :

নয়াদিল্লি: পিএম কেয়ার্স প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পে যে ছেলেমেয়েরা কোভিডকালে বাবা-মা কিংবা অভিভাবককে হারিয়েছে, তারা উপকৃত হবে। অনুষ্ঠানের সূচনা করে প্রধানমন্ত্রী বলেন, কোভিডে যারা পরিবারের সদস্যকে হারিয়েছে, তারা কত কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে আমি তা বুঝতে পারি। বাচ্চাদের জন্য পিএম কেয়ার্স প্রকল্প এইজন্যই নেওয়া হয়েছে। মোদি আরও বলেন, পেশাজীবী শিক্ষা, উচ্চশিক্ষা এসবের জন্য কারোর ঋনের প্রয়োজন পড়লে এই প্রকল্প থেকে তাদের সাহায্য করা হবে। মাসে আরও চার হাজার টাকা করে তাদের দেওয়া হবে অন্যান্য খরচ সামলাতে।প্রধানমন্ত্রী হিসেবে আমি দেশের পড়ুয়াদের এই কথা বলছি না, তাদের পরিবারের সদস্য মনে করেই এই কথা বলছি। এই প্রকল্প তোমাদের মনে করিয়ে দেবে, তোমরা এক নও, গোটা দেশ তোমাদের পাশে আছে।

কোনও বাচ্চা যখন স্কুলের পড়া শেষ করে তখন তার ভবিষ্যতের স্বপ্নপূরণের জন্য অর্থের প্রয়োজন হয়। ১৮-২৩ বছর বয়সি এই ধরনের তরুণ ও যুবকদের জন্য এই প্রকল্পে প্রতি মাসে চার হাজার টাকা করে দেওয়া হবে। ২৩ বছর পূর্ণ হলে তাকে দেওয়া হবে ১০ লক্ষ টাকা, ঘোষণায় বলেন মোদি। পড়ুয়াদের এই প্রকল্পের আওতাতেই আয়ুষ্মান স্বাস্থ্য কার্ড দেওয়া হবে। এই কার্ডের ফলে তরুণ পড়ুয়ারা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা পাবেন।

আরও পড়ুন: Sidhu Moose Wala murder: মুসেওয়ালা খুনের দায় স্বীকার করল আন্তর্জাতিক গ্যাংস্টার বাহিনী

RELATED ARTICLES

Most Popular