নয়াদিল্লি: স্টার্টআপ-ই ‘আত্মনির্ভর ভারতে’র লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে বলে আশাপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর অভিমত, নতুন ভারতের ‘মেরুদণ্ড’ হতে চলেছে স্টার্টআপ। শিল্পপতিদের বার্তা দিতে ১৬ জানুয়ারি দিনটিকে জাতীয় স্টার্টআপ দিবস (National Startup day) হিসেবেও শনিবার ঘোষণা করলেন নরেন্দ্র মোদি।
শনিবার প্রধানমন্ত্রী এক অনুষ্ঠানে তথ্য-পরিসংখ্যান দিয়ে জানান, তাঁর সরকারের পাঁচ বছরে ভারতে ৬০ হাজারের উপর স্টার্টআপ সংস্থা তৈরি হয়েছে। এর মধ্যে ৪২টি ‘ইউনিকর্ন’ও রয়েছে। মোদি আশাবাদী, স্টার্টআপ ভবিষ্যৎ ভারতের মোড় ঘুরিয়ে দেবে। ভারতের জন্য, ভারতের হয়ে আরও স্টার্টআপ তৈরি জন্য এদিন তরুণ প্রজন্মকে উৎসাহিত করেন নরেন্দ্র মোদি।
সাফল্যের উল্লেখ করতে গিয়ে নরেন্দ্র মোদি জানান, গত বছরই ২৮ হাজার পেটেন্ট মঞ্জুর করা হয়েছে। যেখানে ২০১৩-১৪ সালে ৪ হাজার পেটেন্ট মঞ্জুর হয়েছিল। আবার ২০২০-২১ অর্থবছরে ২.৫ লক্ষ ট্রেডমার্ক রেজিস্টার করা হয়েছে। ২০১৩-১৪-য় ট্রেডমার্ক রেজিস্টার হয়েছিল ৭০ হাজার।
আরও পড়ুন: Republic Day: নেতাজির জন্মবার্ষিকীকে মর্যাদা দিতে ২৩ জানুয়ারি শুরু সাধারণতন্ত্র দিবস উদযাপন
মোদি জানান, গ্লোবাল ইনোভেশন ইনডেস্কে ভারতের র্যাঙ্কিং অতীতের তুলনায় ভাল হয়েছে। ২০১৫-য় GII-এ’তে ভারতের অবস্থায় ছিল ৮১, বর্তমানে ভারত উঠে এসেছে ৮১ নম্বরে। কেন্দ্র স্টার্টআপকে এত গুরুত্ব দেওয়ার কারণ শুধু ‘উদ্ভাবন’ নয়, সেইসঙ্গে নতুন চাকরির সুযোগও তৈরি হচ্ছে।
প্রধানমন্ত্রী জানান, তৃণমূলস্তরে স্টার্টআপ-সংস্কৃতি চালু করতেই ১৬ জানুয়ারি দিনটিকে জাতীয় স্টার্টআপ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে।