নয়াদিল্লি: ক্রমবর্ধমান উগ্রপন্থা ও মৌলবাদ বিশ্বব্যাপী শান্তির ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকি। শুক্রবার তাজিকিস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ভুক্ত রাষ্ট্রগুলির সঙ্গে ভিডিও বৈঠকে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসসিও-র ২০ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী সংগঠনকে শুভেচ্ছা জানিয়েছেন।
মোদি বলেন, ‘এসসিওর ২০-তম বার্ষিকী ভবিষ্যৎ নিয়ে ভাবার সঠিক সময়। এশিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ শান্তি, নিরাপত্তা এবং বিশ্বাসের ঘাটতি। এই সমস্যার মূল কারণ ক্রমবর্ধমান উগ্রবাদ।’ এই বিষয়ে বলার সময় আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গও টানেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: ৭১০০০ প্রদীপ জ্বালিয়ে সাড়ম্বরে মোদির জন্মদিন উদযাপন করছে বিজেপি
প্রধানমন্ত্রীর কথায়, ‘ভারত মধ্য এশিয়ার সঙ্গে তার যোগাযোগ বাড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। স্থলবেষ্টিত মধ্য এশিয়ার দেশগুলি ভারতের বিশাল বাজারের সঙ্গে সংযোগ স্থাপন করলে ব্যাপক উপকৃত হবে। পারস্পরিক আস্থা নিশ্চিত করার জন্য, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক হওয়া উচিত। সকল দেশের আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা থাকা উচিত।’
Addressing the SCO Summit. https://t.co/FU9WtFBWeF
— Narendra Modi (@narendramodi) September 17, 2021
এসসিও সম্মেলনে সংগঠনের সদস্য রাষ্ট্র, পর্যবেক্ষক রাষ্ট্র, এসসিওর মহাসচিব, আঞ্চলিক সন্ত্রাসবিরোধী কাঠামোর নির্বাহী পরিচালক, তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বার্ষিক এই সম্মেলনের মূল উদ্দেশ্যই হল রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, নিরাপত্তা, বাণিজ্য, সংস্কৃতির মতো ইস্যুগুলি নিয়ে দেশগুলোর মধ্যে আলোচনা।
আরও পড়ুন: মোদির আমলে আর্থিক কেলেঙ্কারির নয়া সংযোজন স্রেই, ফের কোপ সাধারণের সঞ্চয়ে