Sunday, August 3, 2025
HomeCurrent NewsPriyanka Gandhi Vadra | ধোসা খেয়ে মুগ্ধ প্রিয়াঙ্কা রান্না শিখতে সটান রেস্তরাঁর...

Priyanka Gandhi Vadra | ধোসা খেয়ে মুগ্ধ প্রিয়াঙ্কা রান্না শিখতে সটান রেস্তরাঁর হেঁসেলে, কী ঘটল তারপর?

Follow Us :

মাইসুরু: মায়ের হাতের রান্নাই রাহুল গান্ধীর (Rahul Gandhi) সবচেয়ে প্রিয়। শোনা যায়, ইন্দিরা গান্ধীও দক্ষ রন্ধনশিল্পী ছিলেন। প্রধানমন্ত্রী থাকাকালীনও মাঝেমধ্যে রান্না করতেন। তাঁরই যখন নাতনি, তখন প্রিয়াঙ্কা গান্ধীও (Priyanka Gandhi Vadra) বা কম যান কীসে? ইউটিউব (YouTube) দেখে ঘরণীদের অনেকেই ছুটির দিনে নানান পদ রেঁধে প্রশংসার স্বর্ণপদক জেতার চেষ্টা করেন। ফেসবুক (Facebook), টুইটার (Twitter), ইনস্টাগ্রামে (Instagram) ছবিও শেয়ার করেন। রথ দেখার সঙ্গে কলা বেচার মতো প্রিয়াঙ্কাও নির্বাচনী প্রচারের ফাঁকে বুধবার এক রেস্তরোঁয় ঢুকে শিখে ফেললেন ধোসা (Dosa) তৈরির ম্যাজিক। আর দলের নাম যখন কংগ্রেস (Congress), মুহূর্তে ‘দেবীমাহাত্ম্য’ ছড়িয়ে পড়ল টুইটারের ভিডিয়োতে। স্বাভাবিকভাবেই যারপরনাই আহ্লাদিত গান্ধী পরিবারের ভক্তরা।

কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী এখন কর্নাটক বিধানসভা নির্বাচনের (Karnataka Assembly Election 2023) প্রচারে ব্যস্ত। এদিন তারই ফাঁকে মাইসুরুর (Mysuru) একটি জনপ্রিয় রেস্তরাঁয় হাতেকলমে ধোসা তৈরি শিখলেন। প্রিয়াঙ্কার সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার, দলের কর্নাটকের দায়িত্বপ্রাপ্ত নেতা রণদীপ সিং সুরজেওয়ালা এবং আরও কয়েকজন। শহরের প্রখ্যাত প্রাচীন খাবারের দোকান মাইলারি হোটেলে তাঁরা ঢুকেছিলেন প্রাতঃরাশ সারার জন্য।

আরও পড়ুন: Malda Incident | ক্লাসরুমে বন্দুক উঁচিয়ে শাসানি, মালদহের তাণ্ডব বন্দুকবাজের

সেখানে ইডলি-ধোসা খাওয়ার পর প্রিয়াঙ্কা ধোসা কী করে তৈরি হয়, তা শেখার কৌতূহল প্রকাশ করেন। বলা বাহুল্য হোটেল মালিক তো তা শুনে গলে জল হয়ে যান। সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কাকে নিয়ে সাধারণের প্রবেশ নিষেধ হেঁসেলে নিয়ে যান। সেখানে মূল কারিগর তাঁকে ধোসার মিশ্রণ থেকে ছোট বাটিতে করে নিয়ে তাওয়ার উপর গোল করে মাখাতে বলেন। প্রিয়াঙ্কাও বাধ্য ছাত্রীর মতো গোল করে ধোসার আকার দেন হাসিমুখে। কিন্তু, সঠিক সময়ে ধোসা তুলতে না পারায় ২টি পুড়ে যায়। যা দেখে প্রিয়াঙ্কা সহ সকলে হাসিতে ফেটে পড়েন।

ধোসা তৈরিতে ব্যর্থ হলেও কংগ্রেসের তারকা প্রচারক প্রিয়াঙ্কা রেস্তরাঁ মালিকের অনুরোধে তাঁর পরিবারের সঙ্গে সেলফি তোলেন। ধোসা তৈরি শেখানোর জন্য মালিককে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে আসেন। এখন দেখার ভোট প্রচারের পর বাড়ি ফিরে রবার্ট ভদ্রকে কেমন ধোসা রান্না করে খাওয়ান প্রিয়াঙ্কা।
Priyanka Gandhi Vadra | ধোসা খেয়ে মুগ্ধ প্রিয়াঙ্কা রান্না শিখতে সটান রেস্তরাঁর হেঁসেলে, কী ঘটল তারপর?

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39