Tuesday, August 5, 2025
Homeদেশসংসদ খোলার পর ভ্যাকসিন নিলেন রাহুল, দু’দিন তাঁর অনুপস্থিতি নিয়ে জল্পনা

সংসদ খোলার পর ভ্যাকসিন নিলেন রাহুল, দু’দিন তাঁর অনুপস্থিতি নিয়ে জল্পনা

Follow Us :

নয়াদিল্লি:  সংসদে আসছেন না রাহুল গান্ধী৷ আজ শুক্রবার নিয়ে দু’দিন হল সংসদে তাঁর দেখা নেই৷ একাধিক সর্বভারতীয় মিডিয়ায় খবর, করোনার টিকা নিয়েছেন কংগ্রেস নেতা৷ সম্ভবত শরীরে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে৷ তাই সংসদমুখো হচ্ছেন না তিনি৷

আরও পড়ুন: ‘খেলা হবে’ নয়, দেশ বাঁচাতে নয়া স্লোগান মমতার

 

বলা হচ্ছে, বৃহস্পতিবার করোনার টিকা নিয়েছেন রাহুল৷ তাই ওই দিন তিনি সংসদে যাননি৷ আজও তাঁকে অধিবেশনে দেখা যায়নি৷ এর পরই তাঁর শারীরিক অবস্থা নিয়ে কানাঘুষো শুরু হয়ে যায়৷ অনুমান করা হচ্ছে, সম্ভবত ভ্যাকসিন নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন৷ শরীরে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে৷

যদিও এখনও অবধি জানা যায়নি, তিনি করোনার কোন টিকা নিয়েছেন? কোভিশিল্ড নাকি কোভ্যাক্সিন? চলতি মাস থেকে সংসদে শুরু হয়েছে বাদল অধিবেশন৷ কয়েকদিন আগে কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় আক্রমণাত্মক মেজাজে দেখা যায় রাহুলকে৷ ট্র্যাক্টরে চেপে সংসদের দিকে যেতে দেখা যায় তাঁকে৷ পরে তিনি জানান, কৃষকদের বার্তা সরকারের কানে পৌঁছে দিতে চান৷ সরকার কৃষকদের কোনও কথা শুনছে না৷

আরও পড়ুন: সব মেয়েদের সুরক্ষায় নিরাপত্তাকর্মী দেওয়া সম্ভব নয়, মন্তব্য বিজেপি মন্ত্রীর

শেষবার রাহুলকে প্রকাশ্যে দেখা গিয়েছিল গত বুধবার৷ ওই দিন দিল্লিতে সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাড়িতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোনিয়ার সঙ্গে বৈঠক করেন৷ ওই বৈঠকে ছিলেন রাহুল গান্ধীও৷

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39