ওয়েব ডেস্ক: দেশের স্বাধীনতা দিবসের (Independence Day) দিন লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর দীর্ঘ ভাষণে আত্মনির্ভর ভারত, বিকশিত দেশের স্বপ্ন, অনুপ্রবেশ আটকানো সহ নানা ইস্যুতে কড়া বার্তা দেন তিনি। পাশাপাশি মার্কিন শুল্কের জবাবে পাল্টা বার্তাও দেন প্রধানমন্ত্রী মোদি। তবে সেই ঐতিহ্যবাহী অনুষ্ঠানে গরহাজির ছিলেন সংসদের দুই কক্ষের বিরোধী দলনেতা—রাহুল গান্ধী (Rahul Gandhi) ও মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)।
শুক্রবার লালকেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালীন দুই শীর্ষ কংগ্রেস (Congress) নেতা নিজেদের দলের কর্মসূচিতে অংশ নেন। খাড়গে যান কংগ্রেসের সদর দফতরে, আর রাহুল উপস্থিত ছিলেন ইন্দিরা ভবনে আয়োজিত পতাকা উত্তোলন ও উদযাপনে। পরে এক্স হ্যান্ডেলে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতি ও ঐক্যের বার্তা দেন রাহুল। এদিকে খাড়গেও স্বাধীনতা, সুবিচার ও সাম্যের আদর্শ রক্ষার আহ্বান জানান।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসের মঞ্চে ‘বিরল’ কাজ মোদির! দেশজুড়ে শুরু বিতর্ক
তবে জাতীয় অনুষ্ঠানে দুই কংগ্রেস নেতার গরহাজির হওয়া নিয়ে শুরু হয় বিতর্ক। লালকেল্লায় রাহুল ও খাড়গের অনুপস্থিতিকে হাতিয়ার করে কটাক্ষ করেছে বিজেপি (BJP) । দলের মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা এক্স হ্যান্ডেলে লিখেছেন, “স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিরোধী দলনেতাদের উপস্থিত থাকা সাংবিধানিক কর্তব্য। রাজনীতির জন্য এঁরা দেশের গর্বের দিনটিকেও অসম্মান করছেন।”
এদিকে এই বিষয়ে কংগ্রেস আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও, সূত্রের দাবি—দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন কর্মসূচির কারণেই তাঁরা লালকেল্লায় যাননি। যদিও রাজনৈতিক মহলের একাংশের মতে, এর নেপথ্যে রয়েছে আগের বছরের বিতর্ক। তখন প্রোটোকল ভেঙে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে শেষের দিকের আসনে বসানো হয়েছিল, যদিও নিয়ম অনুযায়ী দুই কক্ষের বিরোধী দলনেতাদের প্রথম সারিতে থাকার নিয়ম রয়েছে।
দেখুন আরও খবর: