Friday, August 15, 2025
Homeদেশলখিমপুর কাণ্ডের প্রতিবাদে ১৮ অক্টোবর কৃষকদের ‘রেল-রোকো’

লখিমপুর কাণ্ডের প্রতিবাদে ১৮ অক্টোবর কৃষকদের ‘রেল-রোকো’

Follow Us :

নয়াদিল্লি: লখিমপুর কাণ্ডের প্রতিবাদে এ বার রেল অবরোধের ডাক দিল সংযুক্ত কিষাণ মোর্চা। ১৮ অক্টোবর দেশব্যাপী ‘রেল-রোকো’ অভিযানে নামবেন কৃষকরা। ২৬ অক্টোবর লখনউতে ‘মহাপঞ্চায়েত’ গঠন করে অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হবেন তাঁরা। ১৫ অক্টোবর দশেরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কুশপুতুলও দাহ করা হবে বলে জানিয়ছেন কিষাণ মোর্চার নেতা যোগেন্দ্র যাদব।

সংযুক্ত কিষাণ মোর্চার নেতারা জানিয়েছেন, ১২ অক্টোবর লখিমপুর থেকে শহীদ কিষাণ কলস যাত্রা শুরু করবেন কৃষকরা। লখিমপুর খেরিতে নিহত কৃষকদের চিতাভস্ম নিয়ে নিজের রাজ্যে নিয়ে যাবেন তাঁরা। দেশের প্রতিটি নাগরিকের কাছে সন্ধ্যা ৭টার সময় বাড়ির বাইরে ৫টি মোমবাতি জ্বালানোর আবেদন জানিয়েছেন মোর্চার নেতারা। লখিমপুর খেরির হিংসার ঘটনায় অভিযুক্ত আশিস পাণ্ডে এবং লবকুশ রাণাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে।

আরও পড়ুন: দীর্ঘ জেরার পর গ্রেফতার লখিমপুর কাণ্ডের মূল অভিযুক্ত আশিস মিশ্র

লখিমপুর খেরিতে ঘটনায় প্রায় সপ্তাহখানেক পর শনিবার উত্তরপ্রদেশের ক্রাইম ব্রাঞ্চের দফতরে এসে হাজিরা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে অভিযুক্ত আশিস মিশ্র। সূত্রের খবর, ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা তাঁকে গ্রেফতার করেছেন। উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, টানা জেরায় একাধিক অসঙ্গতি মিলেছে। বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে পারেননি অজয়। এড়িয়েও গিয়েছেন কিছু প্রশ্ন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র এবং উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্য একটি অনুষ্ঠানে যোগ দিতে রবিবার লখিমপুর যান৷ তাঁদের আসার আগে কৃষকরা সেখানে জমায়েত শুরু করেন৷ আন্দোলনকারীরা কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ করা ছাড়াও মন্ত্রীদের কালো পতাকা দেখাতে চেয়েছিলেন৷ সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ের একটি গাড়ি কৃষকদের উপর দিয়ে চলে যায়৷ তাতে কয়েক জন কৃষকের মৃত্যু হয়।

আরও পড়ুন: লখিমপুর কাণ্ডে প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার নয়, সাফ জানালেন যোগী

এর পরই ক্ষোভে ফেটে পড়েন কৃষকরা৷ একাধিক গাড়ি ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়৷ পুলিশ জানিয়েছে, সংঘর্ষ এবং গাড়ি চাপা পড়ে মোট আট জনের মৃত্যু হয়েছে৷ তাঁদের মধ্যে চার জন কৃষক৷ এই ঘটনায় দেশ জুড়ে আলোড়ন পড়ে যায়৷ কৃষকদের সমর্থনে তাদের পাশে থাকার বার্তা দেন বিরোধীরা৷ কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র অবশ্য বারবার দাবি করেছেন, তাঁর ছেলের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ মিথ্যে।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
RG Kar Incident | ১ বছর আগে রাত দখলের ডাক দেওয়া সেই রিমঝিম সিংহ আজ কী বললেন? দেখুন সরাসরি
00:00
Video thumbnail
RG Kar Incident | Raat Dakhal | রাত দখল কর্মসূচি নিয়ে কী বললেন ডঃ তমোনাশ চৌধুরী? দেখুন এই ভিডিও
05:35
Video thumbnail
Politics | ভোটার তালিকায় মৃ/ত তাঁরা রাহুলের সঙ্গে চা খেলেন যারা
04:58
Video thumbnail
Politics | আ/ক্রান্ত শ্রমিক, বাঙালি হওয়া অপরাধ ঠিকানা- বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ
05:22
Video thumbnail
RG Kar Incident | Raat Dakhal | বিনিদ্র রাতের ১ বছর, যাদবপুর থেকে রুবি কী ছবি? দেখুন সরাসরি
17:19
Video thumbnail
Politics | যতই হোক শূন্য আসন প্রদেশ কংগ্রেসে ১৭৯ জন
05:36
Video thumbnail
Politics | কাউন্সিলর ফাঁকি দিচ্ছেন কর, অভিযোগ করলেন আরেক কাউন্সিলর
04:44
Video thumbnail
Politics | প্রশ্ন করতেই বিধায়ক চটলেন অ/ক/থ্য ভাষায় গা/লাগা/লি করলেন
05:34
Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
03:43:46
Video thumbnail
Bangla Bolche | TMC vs BJP | পিছনের দরজা দিয়ে বাংলা জয়ের চেষ্টা?
02:35