জয়পুর: ভোটমুখী রাজস্থানে ‘কল্পতরু’ রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot)। তাঁর ঘোষণা, অগাস্টে রাখিবন্ধন (Raksha Bandhan) উৎসব, তাঁর আগেই রাজ্যের মহিলাদের জন্য বিশেষ উপহার মুখ্যমন্ত্রীর। ৪০ লক্ষ মহিলাকে তিন বছরের ইন্টারনেট প্যাক সহ স্মার্টফোন (Smartphones) দেবে, মুখ্যমন্ত্রী অশোক গেহলট। ভোটের আগেই এমনই জনমোহিনী ঘোষণা গেহলটের।
হনুমানগড়ে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অশোক গেহলট। আর সেখানেই তিনি স্মার্টফোন দোওয়ার কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানান, “চিরঞ্জীবী স্কিমে, আমরা সমস্ত মহিলাদের পরিবারের প্রধান করেছি। এই মহিলারা তিন বছরের বিনামূল্যে ইন্টারনেট সহ একটি স্মার্টফোন পাবেন। তিনি আরও বলেন, রাখিবন্ধনে রাজস্থানের মহিলাদের ৪০ লক্ষ স্মার্টফোন দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী ২০২২ সালের বাজেটে ঘোষণা করেছিলেন যে চিরঞ্জীবী পরিবারের মহিলা প্রধানদের তিন বছরের জন্য ইন্টারনেট অ্যাক্সেস সহ স্মার্টফোন দেওয়া হবে। ডিজিটাল সেবা যোজনার আওতায় প্রায় ১.৩৫ কোটি মহিলাকে স্মার্টফোন দেওয়ার কথা ছিল। যাইহোক, এই স্কিমটি কার্যকর করা যেতে পারে কারণ এত বড় সংখ্যক ফোন সময়মতো সংগ্রহ করা যায়নি। এত বেশি সংখ্যক ফোন তৈরি করা সম্ভব নয়, তাই আপাতত ৪০ লক্ষ মহিলাই পাবেন এই উপহার।
সরকারের মতে, ৩০ জানুয়ারী পর্যন্ত, চিরঞ্জীবী স্বাস্থ্য বীমা প্রকল্পের অধীনে নথিবদ্ধ করা হয়েছে ১ কোটি ৩৭ লক্ষ ৮২ হাজার ৯৫১টি পরিবারকে।এই পরিবারগুলির জন্য বছরে সর্বাধিক ২৫ লক্ষ টাকার চিকিৎসার ব্যয়ভার বহন করবে প্রশাসন। এবার তিনি জানিয়ে দিলেন রাখির সময়ই ৪০ লক্ষ মহিলাকে স্মার্টফোন দেওয়ার কথা।
অন্যদিকে নির্বাচনের আগে ফের একবার কংগ্রেসি মুখ্যমন্ত্রী অশোক গেহলটের (Chief Minister Ashok Gehlot) বিরুদ্ধে খড়্গহস্ত শচীন পাইলট (Sachin Pilot)। পূর্বতন বিজেপি (BJP) সরকারের দুর্নীতির বিরুদ্ধে তদন্তের দাবি তুলে একদিনের অনশন (Oneday Fast) বসেছিলেন শচীন পাইলট। গেহলট-পাইলট দ্বন্দ্ব নতুন কিছু নয়। সেই দ্বন্দ্ব ঠেকাতে এর আগে মধ্যস্থ হতে হয়েছে গান্ধী পরিবারকেও (Gandhi Family)। কিন্তু, দুজনের মধ্যে সদ্ভাব জাগাতে ব্যর্থ হাইকমান্ড। ফের দুর্নীতি ইস্যুতে সরব হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই অনাস্থা প্রকাশে অস্বস্তিতে পড়েছে কংগ্রেস (Congress)।