নয়াদিল্লি: ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালার হাত ধরে শীঘ্রই দেশে বিমান পরিষেবা শুরু করতে চলেছে আকাসা এয়ার। অক্টোবরেই বিমান মন্ত্রক প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ঘনিষ্ঠ উদ্যোগপতি রাকেশ ঝুনওয়ালার সংস্থাকে উড়ান চালু করার প্রাথমিক অনুমতি দিয়েছে। ন্যূনতম খরচে বিমান পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়েও মাঠে নামছে এই সংস্থা। পরিষেবা শুরু করার জন্য ইতিমধ্যেই ৭২টি বোয়িং ৭৩৭ ম্যাক্স জেটের অর্ডার দিয়েছে সংস্থাটি।
সূত্রের খবর, ২০২২ থেকেই পরিষেবা শুরু করতে চলেছে আকাসা এয়ার। আকাসার কাছ থেকে এই অর্ডার পেয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে মার্কিন সংস্থা বোয়িং। আড়াই বছর আগে পাঁচ মাসের ব্যবধানে বড় দুটি দুর্ঘটনার কবলে পড়ে বোয়িং বিমান। প্রাণ হারান মোট ৩৪৬ জন যাত্রী। মার্কিন এই বিমান সংস্থাকে নিয়ে সেই সময় একাধিক প্রশ্ন ওঠে। যদিও সম্প্রতি এয়ার সেফটি রেগুলেটর বোয়িংয়ের ম্যাক্স জেট উড়তে অনুমতি দেয়। তার পরেই বোয়িংয়ের সঙ্গে কথাবার্তা শুরু করে আকাসা।
আরও পড়ুন: চেয়ারে বসে কোটিপতি ব্যবসায়ী, সামনে দাঁড়িয়ে মোদি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি
দুবাই এয়ার শোতে বক্তৃতা দিতে গিয়ে আকাসা এয়ারের সিইও বিনয় দুবে বলেন, বোয়িংয়ের সঙ্গে চুক্তি করতে পেরে আমরা আনন্দিত। আকাসা এয়ারের ব্যবসায়িক পরিকল্পনা এবং পরিচালকের প্রতি আস্থার জন্য বোয়িংকে ধন্যবাদ। নতুন ৭৩৭ ম্যাক্স শুধুমাত্র স্বল্পমূল্যে পরিষেবা দিতেই সাহায্য করবে তা নয়, ভারতের আকাশে সবচেয়ে কনিষ্ঠ পরিবেশ বান্ধব কোম্পানিকেও ভরসা যোগাবে।
ইন্ডিগোর প্রাক্তন সভাপতি আদিত্য ঘোষ ও জেট এয়ারওয়েজের প্রাক্তন সিইও বিনয় দুবেকে সঙ্গে নিয়েই আকাসা এয়ার চালু করছেন রাকেশ ঝুনঝুনওয়ালা। আকাসা এয়ারের জন্য ২৪৭.৫০ কোটি টাকা বিনিয়োগও করে ফেলেছে এই সংস্থা। ৭৩৭ ম্যাক্স-এর ৭৩৭-৮ এবং ৭৩৭-৮-২০০ ভ্যারিয়েন্টের অর্ডার দিয়েছে আকাসা এয়ার। মোট খরচ হয়েছে প্রায় ৯০০ কোটি। আগামী ৪ বছরে মোট ৭০টি বিমানের ফ্লিট তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়েছে আকাসা এয়ার।
আরও পড়ুন: মুসলিম অধ্যুষিত এলাকায় টিকাকরণের হার কম, প্রচারে নামছেন সলমন খান