Friday, August 1, 2025
Homeদেশলোকসভা ভোটের আগেই অযোধ্যার রাম মন্দিরে ‘রামের’ দর্শন

লোকসভা ভোটের আগেই অযোধ্যার রাম মন্দিরে ‘রামের’ দর্শন

Follow Us :

লখনউ: সব কিছু পরিকল্পনা মত চললে অযোধ্যার রাম মন্দির (Ayodhya Ram Temple) তৈরির কাজ শেষ হবে ২০২৫ সালে। কিন্তু, এতদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে না ভক্তদের । অন্তত, রাম মন্দির ট্রাস্ট কর্তৃপক্ষের পরিকল্পনা সে-রকমই । তাদের পরিকল্পনা, ২০২৩ সালের ডিসেম্বরেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে মন্দির। প্রসঙ্গত, গত বছরের ৫ অগস্ট অযোধ্যায় সাড়ম্বর ভূমিপূজা সেরে নির্মাণকার্যের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷

আরও পড়ুন: ঐতিহ্য বজায় রেখেই অযোধ্যায় নির্মাণ হবে রাম মন্দির

ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, অযোধ্যার রাম মন্দিরে কোনও ইস্পাত ও ইটের ব্যবহার করা হচ্ছে না। পুরো মন্দিরটি রাজস্থান মার্বেল ও পাথর দিয়ে তৈরি হবে । পাথরের পাশাপাশি মন্দির তৈরির জন্য প্রায় ১০ হাজার তামার রড লাগবে । তিন তলা বিশিষ্ট এই মন্দিরে মোট পাঁচটি মন্ডপ থাকবে। মন্দির চত্বরে থাকবে মিউজিয়াম, ডিজিটাল আর্কাইভ ও গবেষণা কেন্দ্রও। রাম মন্দির তৈরি করতে খরচ প্রায় ১ হাজার কোটি টাকা। কিন্তু ইতিমধ্যেই রাম মন্দির নির্মাণ তহবিলে জমেছে ৩ হাজার কোটি টাকা।

আরও পড়ুন: ২০০ মার্কিনি সহ অন্যান্য বিদেশিদের দেশ ছাড়ার অনুমতি দিল তালিবান

চম্পত রাই বিশ্ব হিন্দু পরিষদেরও এক জন শীর্ষ পদাধিকারী। রাম মন্দির তৈরির প্রক্রিয়ায় আইআইটি চেন্নাই ও সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (সিবিআরআই)-এর যুক্ত থাকার কথা জানিয়েছেন তিনি। নির্মাণের আগে সেখানকার মাটির শক্তি পরীক্ষা করা হয় ও মাটির ধারণ ক্ষমতা পরীক্ষা করেছেন চেন্নাই আইআইটির বিশেষজ্ঞরা। ভূমিকম্পের ধাক্কা যাতে মন্দির সহ্য করতে পারে, সে কাজ দেখছে সিবিআরআই। লারসেন অ্যান্ড টুবরো মন্দির নির্মাণ প্রক্রিয়ার পুরোটা দেখাশোনা করছে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39