কলকাতা টিভি ওয়েব ডেস্ক: আজ, বুধবার থেকে শুরু হচ্ছে রিজার্ভ ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ সভা, চলবে শুক্রবার পর্যন্ত৷ পরে ৮ এপ্রিল শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের সিদ্ধান্ত জানাবার কথা রয়েছে৷
সূত্রের দাবি, ভারতীয় কেন্দ্রীয় ব্যাঙ্কের মনিটরি পলিসি কমিটির সভায় আর্থিক পরিস্থিতি আলোচনা হবে৷ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশের নেতৃত্ব ছয় সদস্য-রা সভায় উপস্থিত থাকবেন৷ রেপো রেট, রিভার্স রেপো রেট, ব্যাঙ্ক রেট ইত্যাদি পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানা গিয়েছে৷
রিজার্ভ ব্যাঙ্ক সুদের যে হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে টাকা ধার দেয়, সেটিকে রেপো রেট বলা হয়ে থাকে৷ বাণিজ্যিক ব্যাঙ্কগুলি রিজার্ভ ব্যঙ্কে টাকা রাখলে যে হারে সুদ পায়, সেটা রিভার্স রেপো রেট৷ রেপো, রিভার্স রেপো ইত্যাদির ওপর নির্ভর করে ব্যাঙ্কে সুদের হার৷
বর্তমানে রেপো রেট মাত্র ৪ শতাংশ, রিভার্স রেপো রেট মাত্র ৩.৩৫ শতাংশ৷ নতুন আর্থিক অর্থবছরে রিজার্ভ ব্যাঙ্কের মনিটরি পলিসি কমিটির এটাই প্রথম সভা৷ ফেব্রুয়ারি মাসে পাইকারি মূল্যবৃদ্ধি ১৩.১১%, খুচরো মূল্যবৃদ্ধি ৬.০৭%, মার্চে তা আরও বেড়েছে বলেই আশঙ্কা৷ পেট্রোল, ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম দ্রুত বাড়ছে৷ এই অবস্থায় রিজার্ভ ব্যাঙ্ক রেপো, রিভার্স রেপো ও অন্যান্য রেট বাড়াবার পথে যাবে কিনা, সেটার দিকে তাকিয়ে সংশ্লিষ্ট সব মহল৷
আরও পড়ুন- Sri Lanka Crisis: শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার করলেন রাষ্ট্রপতি গোতোবায়া