Thursday, August 14, 2025
HomeদেশUttar Pradesh: দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম সাংবাদিক

Uttar Pradesh: দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম সাংবাদিক

Follow Us :

আলিগড় : দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হলেন স্থানীয় একটি চ্যানেলের কর্মী। তাঁকে জে এন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতের এই ঘটনা আলিগড়ের মহু আখড়া এলাকার ধনীপুরের। পুলিস দুই সন্দেহভাজনকে গ্রেফতার করে জেরা শুরু করেছে।

পুলিস জানায়, ধনীপুরের সবজি মান্ডিতে রাতে একটি দোকানে বসে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন মুকেশ কুমার গুপ্ত নামে ওই চ্যানেল কর্মী। তখন স্থানীয় কিছু যুবক ওই দোকানে জড়ো হয়। তাদের সঙ্গে কোনও কারণে মুকেশদের ঝামেলা হয়। গোলমাল হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। তার মধ্যেই ওই যুবকরা মুকেশকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তাঁর পেটে লাগে। গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় জে এন হাসপাতালে ভর্তি করা হয়। দুষ্কৃতীরা পালায়। পরে পুলিস তল্লাশি চালিয়ে দুজনকে গ্রেফতার করে। এছাড়া কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এসএসপি কলানিধি নৈথানি হাসপাতালে গিয়ে জখম মুকেশের সঙ্গে কথা বলেন। পরে তিনি জানান, পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। মুকেশদের সঙ্গে হামলাকারীদের পুরোনো কোনও বিবাদ ছিল কি না, তা জানার চেষ্টা চলছে।

RELATED ARTICLES

Most Popular