ওয়েব ডেস্ক: ফের স্বস্তির নিঃশ্বাস দেশের মধ্যবিত্ত মহলে। একধাক্কায় অনেকটা কমল খুচরো মুদ্রাস্ফীতির (Retail Inflation) হার। এবার মুদ্রাস্ফীতি নেমে এল ১.৫৫ শতাংশে। উল্লেখযোগ্য বিষয় হল, এই হার গত আট বছরের মধ্যে সর্বনিম্ন। কেন্দ্রীয় পরিসংখ্যান এবং কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৭ সালের জুলাইয়ের পর এই প্রথম এত কম স্তরে পৌঁছল খুচরো মূল্যবৃদ্ধি।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank Of India) মুদ্রাস্ফীতি ৪ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য গত বছরই পূরণ হয়েছিল। এবছরও সেই ধারা বজায় থাকায় অর্থনীতিতে আশাবাদী বার্তা মিলছে। গত জুনে সিপিআই ভিত্তিক মুদ্রাস্ফীতি ছিল ২.১ শতাংশ। এবার জুলাইয়ে তা আরও কমে দাঁড়িয়েছে ১.৫৫ শতাংশে।
আরও পড়ুন: এক দিনে বিরাট অঙ্কের আয়, ধনকুবেরদের ছাপিয়ে ২ নম্বরে আদানি!
পরিসংখ্যান বলছে, এক বছর আগের তুলনায় ছবিটা সম্পূর্ণ বদলে গিয়েছে। ২০২৩ সালের জুনে মুদ্রাস্ফীতি ছিল ৫.০৮ শতাংশ। জুলাইয়ে তা নেমে আসে ৩.৫৪ শতাংশে। আর এবছর জুলাইতে নেমেছে রেকর্ড ১.৫৫ শতাংশে।
কেন্দ্রের দাবি, ডাল, শাকসবজি, মশলা, মাছ-মাংস, চিনি, মিষ্টি এবং দুগ্ধজাত পণ্যের দাম হ্রাস পাওয়ায় এই উল্লেখযোগ্য পতন সম্ভব হয়েছে। ২০১৯ সালের জানুয়ারিতে মুদ্রাস্ফীতির হার ছিল ১.৯৭ শতাংশ—যা এতদিন সর্বনিম্ন ছিল। এবার সেটিও ভেঙে দিল জুলাইয়ের পরিসংখ্যান।
অর্থনীতিবিদদের মতে, এই হার দীর্ঘসময় ধরে বজায় থাকলে মধ্যবিত্তের ক্রয়ক্ষমতা বাড়বে, বাজারে স্থিতিশীলতা ফিরবে এবং আর্থিক পরিকল্পনায় স্বস্তি মিলবে।
দেখুন আরও খবর: