ওয়েব ডেস্ক: রবিবার সকালে পদপিষ্টের (Haridwar Stampede) খবরে ঘুম ভাঙে দেশবাসীর। এবার ঘটনাস্থল দেবভূমি উত্তরাখণ্ডের (Uttarakhand) হরিদ্বার। সেখানে মনসা দেবী মন্দিরে ভয়াবহ পদপিষ্টের ঘটনা মৃতের সংখ্যা বেড়ে ৭। আহত হয়েছেন আরও ২৮ জন। ইতিমধ্যে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চলছে উদ্ধারকাজ। এদিকে সাতসকালে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে দুঃখপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami)। পাশাপাশি মৃত ও আহতদের জন্য ক্ষতিপূরণের (Compensation) ঘোষণাও করেন।
কিন্তু কেন ঘটল এই মারাত্মক দুর্ঘটনা? প্রত্যক্ষদর্শীদের দাবি, পাহাড়ের কোলে অবস্থিত এই মনসা দেবী মন্দিরের সিঁড়ি বেয়ে ওঠার সময় হঠাৎ ইলেকট্রিক শকের আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। ভিড়ের চাপে একে অপরের উপর পড়ে পদপিষ্ট হন বহু মানুষ। ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় আরও এক জনের।
আরও পড়ুন: মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে পরপর ২৫টি গাড়িতে ধাক্কা! কেন ঘটল দুর্ঘটনা?
আসলে শ্রাবণ মাসে হরিদ্বারের প্রায় সব মন্দিরেই পুণ্যার্থীদের ভিড় স্বাভাবিকের তুলনায় অনেক বেশি থাকে। রবিবারও মনসা দেবী মন্দিরে ছিল অস্বাভাবিক ভিড়। কাঁওয়ার যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছিল প্রশাসনকে। সেই কারণেই এই পদপিষ্টের ঘটনা ঘটেছে বলে উঠে এসেছে প্রাথমিক তদন্তের রিপোর্টে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজ শুরু করে পুলিশ ও স্থানীয় প্রশাসন। ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফের দলও। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। পাশাপাশি, আহতদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার।
দেখুন আরও খবর: