বেঙ্গালুরু: বিশ্ব হিন্দু পরিষদ (Vishwa Hindu Parishad) নেত্রী সাধ্বী সরস্বতীর (Sadhvi Saraswati) মন্তব্যে বিতর্ক ছড়াল। গোমাতাকে রক্ষা করতে তলোয়ার সঙ্গে (Sadhvi Saraswati) রাখার পরামর্শ দিয়েছেন সাধ্বী। কসাই, ধর্মান্তকরণ ও লাভ জিহাদের বিরুদ্ধে কড়া আইন আনার সওয়ালও করেছেন বিএইচপি নেত্রী।
রবিবার কর্নাটকের উদুপিতে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের হিন্দু সঙ্গম অনুষ্ঠানে সাধ্বী বলেন, ‘যারা লাখ টাকা দিয়ে ফোন কিনতে পারেন, ২৫ হাজার টাকা দিয়ে ল্যাপটপ কিনতে পারেন, তাঁদের হাত জোড় করে অনুরোধ করছি, গোমাতার নিরাপত্তার স্বার্থে হাজার টাকা দিয়ে একটা তলোয়ারও কিনুন।’
সাধ্বী বলেন, ‘সারা বিশ্বে গোমাতাকে সম্মান করা হয়, কিন্তু কর্নাটকে মাংসের জন্য গরুকে হত্যা করা হয়। এ ধরনের হত্যাকারীদের এদেশে থাকার কোনও অধিকার নেই। অস্ত্র দেখিয়ে হিন্দুদের গোয়ালঘর থেকে গরু চুরি করা হচ্ছে। আমাদের সকলের উচিত গোমাতাকে বাঁচাতে তলোয়ার সঙ্গে রাখা।’
আরও পড়ুন: Srinagar Attack: শ্রীনগরে নিরাপত্তা বাহিনীর বাসে হামলা, নিহত ২
টিপু সুলতানের প্রশংসাকারীদেরও কড়া বার্তা দেন সাধ্বী সরস্বতী। তিনি বলেন, ‘কর্নাটকের কিছু দেশদ্রোহী টিপু সুলতানের প্রশংসা করেন। তাঁদের বিরুদ্ধে একজোট হয়ে রুখে দাঁড়াতে হবে আমাদের।’ কসাই, ধর্মান্তকরণ ও লাভ জিহাদের বিরুদ্ধে কড়া আইন আনার পক্ষেও সওয়াল করেন তিনি।
এর আগেও গোরক্ষা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন সাধ্বী। গোয়ার রামনাথিতে অল ইন্ডিয়া হিন্দু কনভেনশনে সাধ্বী গরুর মাংস ভক্ষণকারীদের ফাঁসিতে ঝোলানোর দাবি করেছিলেন। তিনি বলেছিলেন, এই সমস্ত মানুষদের জনসমক্ষে ফাঁসিতে ঝোলালে, মানুষ বুঝতে পারবে গোমাতাকে রক্ষা করা কতটা জরুরি।