মু্ম্বই: নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র মুম্বই জোনের ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede mumbai) চাকরির মেয়াদ শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর। সেপ্টেম্বরে চার মাসের জন্য তাঁর মেয়াদ বাড়ানো হয়েছিল। এনসিবি সূত্রে খবর, সমীর ওয়াংখেড়ে (NCB sameer wankhede) এ বার নিজেই আর চাইছেন না তাঁর চাকরির মেয়াদ বাড়ানো হোক (Sameer Wankhede retirement)।
মাদক মামলায় বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেফতার করে খবরের শিরোনামে (mumbai cruse deugs case) আসেন ওয়াংখেড়ে। শাহরুখ-পুত্রকে জেলে থাকতে বাধ্য করেন। এর পর তিনি নিজেও একাধিক বিতর্কে জড়িয়ে পড়েন। উদ্ধব ঠাকরের মন্ত্রিসভার অন্যতম সদস্য নবাব মালিক একের পর এক অভিযোগ আনেন সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে। কিন্তু কোনও চাপের কাছেই মাথানত করেননি স্বরাষ্ট্রমন্ত্রীর পদকপ্রাপ্ত মাদক কন্ট্রোল ব্যুরোর এই অফিসার।
২০২০-র অগস্ট থেকে ২০২১ ডিসেম্বর পর্যন্ত মাদক মামলায় ৩৩০ জনকে গ্রেফতার করেছেন ওয়াংখেড়ে। মোট ১৪৫টি মামলা নথিভুক্ত হয়েছে। এনসিবি-র রিপোর্ট অনুযায়ী, মুম্বই জোনের ডিরেক্টর পদে থেকে ১০০০ কোটি টাকারও বেশি মূল্যের মাদক তিনি বাজেয়াপ্ত করেছেন। উদ্ধার করা মাদকের পরিমাণ ১৭৯১ কেজি।
কর্মজীবনের প্রথম দিকে এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের ডেপুটি কমিশনার ছিলেন। সেখান থেকে জাতীয় তদন্তকারী সংস্থা NIA-এর অতিরিক্ত এসপি। এর পরেই চলে আসেন শুল্ক দফতরে। কাস্টমসের সহকারী কমিশনার নিযুক্ত করা হয়। পোস্টিং হয় মুম্বই বিমানবন্দরে।
২০২০-র অগস্টে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর NCB-র মুম্বই শাখার ডিরেক্টর পদে যোগ দিয়ে মাদক মামলার তদন্ত শুরু করেন। সুশান্তক সিংয়ের মৃত্যুর সূত্র ধরে ৩৩ জনেরও বেশি সেলিব্রিটি-সহ নামজাদা ব্যক্তিদের গ্রেফতার করেছিলেন। এনসিবি-র নির্ভীক অফিসার হিসেবে ২০২১ সালে স্বরাষ্ট্রমন্ত্রী পদকে তাঁকে সম্মানিত করা হয়।