নয়াদিল্লি: দেশজুড়ে বিতর্ক এবং দিল্লি মহিলা কমিশনের পদক্ষেপের পর অবশেষে বিতর্কিত নির্দেশিকা ফিরিয়ে নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India)৷ প্রেস বিজ্ঞপ্তি জারি করে দেশের সর্ববৃহৎ সরকারি ব্যাঙ্ক প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন গাইডলাইনের বদলে পুরনো নিয়মেই অন্তঃসত্ত্বা মহিলাদের চাকরিতে নিয়োগ করা হবে৷
সম্প্রতি এসবিআইয়ের একটি বিজ্ঞপ্তি ঘিরে তুমুল সমালোচনার ঝড় ওঠে৷ ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, তিন মাসের অন্তঃসত্ত্বা মহিলারা ‘সাময়িক অনুপযুক্ত’৷ সন্তান জন্ম দেওয়ার চারমাস পর তাদের চাকরিতে জয়েন করার ব্যাপারে বিবেচনা করা হবে৷ এই নোটিসকে বৈষম্যমূলক এবং অবৈধ বলে তোপ দেগেছিলেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল৷ জানিয়েছিলেন, ব্যাঙ্কের নতুন নির্দেশিকা মাতৃত্বকালীন সুবিধার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়৷ ‘মহিলা বিদ্বেষী’ ওই নির্দেশিকা প্রত্যাহারের দাবিও জানান তিনি৷
অবশেষে চাপের মুখে নতি স্বীকার করল এসবিআই৷ নতুন নির্দেশিকা প্রত্যাহারে বাধ্য হল তারা৷ তবে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এসবিআই তাদের মহিলা কর্মীদের ক্ষমতায়ন এবং সুরক্ষায় সবসময় সক্রিয়৷ ব্যাঙ্কের মোট কর্মচারীর ২৫ শতাংশই মহিলা৷ কোভিডের সময় সরকারের নির্দেশ মেনে গর্ভবতী মহিলাদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দিয়েছিল ব্যাঙ্ক৷
আরও পড়ুন: ‘Tata Rahe Mera Dil’: ‘টাটা রহে মেরা দিল’,কার্টুন স্কেচ দিয়ে অভিনন্দন টাটা গোষ্ঠীকে
মহিলাদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের যে অভিযোগ উঠেছে তা খণ্ডন করে দেয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ৷ জানায়, নিয়োগের আগে যতরকমের ফিটনেস স্ট্যান্ডার্ড আছে সেগুলি সম্প্রতি পুনর্বিবেচনা করা হয়৷ আগের নির্দেশিকাগুলি অনেক পুরনো এবং তাতে স্বচ্ছতার অভাব লক্ষ্য করা গিয়েছে৷ তারপরই নতুন গাইডলাইন তৈরি করা হয়৷ কিন্তু মিডিয়ার একটি অংশ ওই গাইডলাইনকে বৈষম্যমূলক বলে তুলে ধরেছে৷ তবে সাধারণ মানুষের ভাবাবেগকে সম্মান জানিয়ে এসবিআই ওই নতুন নির্দেশিকা আপাতত সরিয়ে রাখছে৷ পুরনো নির্দেশিকা মেনেই ব্যাঙ্কে নিয়োগ করা হবে৷
