Thursday, August 14, 2025
HomeCurrent NewsSupreme Court: ওমিক্রন সংক্রমণ বৃদ্ধির জের, সু্প্রিম কোর্টে ভার্চুয়াল শুনানি

Supreme Court: ওমিক্রন সংক্রমণ বৃদ্ধির জের, সু্প্রিম কোর্টে ভার্চুয়াল শুনানি

Follow Us :

নয়াদিল্লি: করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণে দেশে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ কারণেই আগামিকাল সোমবার ৩ জানুয়ারি থেকে সমস্ত প্রকার শুনানি ভার্চুয়ালি করার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। রবিবার সন্ধেয় এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা সংক্রমণ রোধে আগে এসওপি জারি করেছিল সরকার, তা মেনেই আদালতের শুনানিতে রদবদল করা হচ্ছে। কাল সোমবার থেকে আদালতে উপস্থিত থেকে কোনও প্রকার শুনানি হবে না। ভার্চুয়ালি শুনানি হবে।

কোর্ট বলেছে যে, ওমিক্রন ভেরিয়েন্টে সংখ্যা ক্রমবর্ধমান। তা বিবেচনা করে কর্তৃপক্ষ নির্দেশ দিতে পেরে খুশি হয়েছে যে, ৩ জানুয়ারি থেকে শারীরিক শুনানি আপাতত বন্ধ রাখা হচ্ছে। আগামী দুই সপ্তাহ ভার্চুয়াল শুনানি হবে আদালতে। উল্লেখ্য, শীতকালীন ছুটির পরেই আগামিকাল সোমবার দেশের শীর্ষ আদালত খুলছে।

ভার্চুয়াল শুনানির সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাই কোর্টও। আদালতের তরফ বলা হয়েছে, আগামী ৩ জানুয়ারি থেকে কলকাতা হাই কোর্টের সমস্ত বিচার প্রক্রিয়া ভার্চুয়াল মোডে হবে। জামিন, আগাম জামিনের মতো বিশেষ শুনানি প্রয়োজনে আদালতে কক্ষে শুনানি হতে পারে। সেক্ষেত্রে আইনজীবীরা  কেস ডায়েরি-সহ আদালত কক্ষে প্রবেশ করতে পারবেন।

ভার্চুয়াল শুনানির পাশাপাশি কমিয়ে দেওয়া হয়েছে আদালতের কর্মী সংখ্যাও। কলকাতা উচ্চ আদালত  জানিয়েছে, কর্মী সংখ্যা ৩৪ শতাংশ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করে হাই কোর্র্টের রেজিস্ট্রার জেনারেল এই ভার্চুয়াল শুনানির কথা জানান।

 

RELATED ARTICLES

Most Popular