ওয়েব ডেস্ক: ফের পদপিষ্টের (Stempede) ঘটনা। এবার ঘটনাস্থল হরিদ্বার (Haridwar)। রবিবার সকালে উত্তরাখণ্ডের (Uttarakhand) এই ধর্মীয় স্থানে মনসাদেবী মন্দিরে পুজো দিতে গিয়ে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে অন্তত ছয় জন পুণ্যার্থীর (Devotees) মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন বহু, যাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জাতীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, পাহাড়ের কোলে অবস্থিত এই মনসা দেবী মন্দিরে (Manasa Devi Temple) পৌঁছতে সিঁড়ি বেয়ে উঠতে হয়। তাই পুজো দেওয়ার জন্য পুণ্যার্থীদের ভিড় জমে সিঁড়ির ধাপে। রবিবার ছুটির দিন থাকায় এমনিতেই ভিড় ছিল বেশি। এবার আচমকা সেই ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। ধাক্কাধাক্কির ফলে কয়েক জন পড়ে গেলে তাঁদের ওপর উঠে মন্দিরের দিকে এগোনোর চেষ্টা করেন অন্যরা। মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং শুরু হয় বিশৃঙ্খলা।
আরও পড়ুন: সারি সারি বন্দুক, গুলিগোলা! ফের অস্ত্রভাণ্ডারের সন্ধান মিলল মণিপুরে
গাড়োয়াল বিভাগের কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে পৌঁছন। উদ্ধারকাজ ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সব বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ঘটনার একাধিক ভিডিয়ো ছড়িয়েছে সামাজিক মাধ্যমে, যেখানে দেখা যাচ্ছে একের পর এক অ্যাম্বুল্যান্স আহতদের হাসপাতালে নিয়ে যাচ্ছে।
VIDEO | Haridwar, Uttarakhand: Stampede-like situation at Mansa Devi Temple. Injured admitted to the hospital; casualties feared. More details awaited.
(Full video available on PTI Videos- https://t.co/dv5TRAShcC) pic.twitter.com/gQ5SdtXjaR
— Press Trust of India (@PTI_News) July 27, 2025
এদিকে এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami)। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানিয়েছেন, “স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ রাখছি। আহতদের দ্রুত চিকিৎসা ও সব ধরনের সরকারি সাহায্য দেওয়া হবে।” মুখ্যমন্ত্রী আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
हरिद्वार स्थित मनसा देवी मंदिर मार्ग में भगदड़ मचने का अत्यंत दुःखद समाचार प्राप्त हुआ है। @uksdrf, स्थानीय पुलिस तथा अन्य बचाव दल मौके पर पहुंचकर राहत एवं बचाव कार्यों में जुटे हुए हैं।
इस संबंध में निरंतर स्थानीय प्रशासन के संपर्क में हूं और स्थिति पर लगातार निगरानी रखी जा रही…
— Pushkar Singh Dhami (@pushkardhami) July 27, 2025
দেখুন আরও খবর: