skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeদেশ'মগজের কারফিউ' ভাঙতে দেশজুড়ে খোলা আকাশে ক্লাস রুম এসএফআইয়ের

‘মগজের কারফিউ’ ভাঙতে দেশজুড়ে খোলা আকাশে ক্লাস রুম এসএফআইয়ের

Follow Us :

কলকাতা টিভি ওয়েবডেস্ক:  করোনা পরিস্থিতির জেরে দীর্ঘক্ষণ বন্ধ পঠনপাঠন। সরকারের নির্দেশে দেশজুড়ে বন্ধ স্কুল, কলেজ। পড়ুয়ার অভাবে ধূলো জমেছে ক্লাসরুমের বেঞ্চগুলিতে। শুধুমাত্র ডিজিটাল মাধ্যেমর ভরসায় টিকে রয়েছে শিক্ষা ব্যবস্থা। যা অনেকক্ষেত্রেই শিক্ষাব্যবস্থাকে সংকটের মুখে ঠেলে দিচ্ছে। এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করল বাম ছাত্র সংগঠন, স্টুডেন্ট ফেডারেশন অব ইন্ডিয়া তথা এসএফআই। শিক্ষা ব্যবস্থাকে পুনরায় স্বাভাবিক করতে বৃহস্পতিবার দেশব্যাপী এক অভিনব পন্থায় প্রতিবাদ জানাল তাঁরা। লকডাউনে ক্লাসরুম বন্ধ না রেখে দ্রুত বিকল্প পথ বের করুক সরকার, দাবি করা হয় সংগঠনের তরফে।

এদিন সংগঠনের ডাকে দেশজুড়ে ২০০০ টি কেন্দ্রে অনুষ্ঠিত ‘মক ক্লাসরুমের’। বাংলা থেকে কেরল বিভিন্ন রাজ্যে খোলা আকাশের নিচে ক্লাস রুমের আয়োজন করা হয় সংগঠনের তরফে।

 

 

পড়ুয়ারা বই,খাতা নিয়ে অংশগ্রহণ করেন সেই ক্লাসরুমে। কেরলের সবুজ ঘেরা মাঠে পড়ুয়াদের সমবেত কন্ঠের ডাক শোনা গেল কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়েও।

বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে এসসি মল্লিক রোডে বসেই ক্লাস করলেন যাদবপুরের পড়ুয়ারা। সেই ক্লাসে উপস্থিত ছিলেন অধ্যাপক তথা বামনেত্রী নন্দিনী মুখোপাধ্যায়। এই প্রতিবাদের নাম দেওয়া হয় ‘মগজের কারফিউ ভাঙার ক্লাসরুম’

 

করোনা বিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হোক, সেই দাবি ছাড়াও সংগঠনের পক্ষ থেকে সকলকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ারও দাবি তোলা হয়ে সংগঠনের তরফে। পাশাপাশি ডিজিটাল মাধ্যমে পঠনপাঠনে পড়ুয়াদের এক বিরাট অংশ বঞ্চিত হচ্ছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ তোলা হয় বাম ছাত্র সংগঠনটির তরফে। সেই ‘ডিজিটাল বিভাজন’ মিটিয়ে শিক্ষাক্ষেত্রে সাম্য ফেরাতে ইতিবাচক পদক্ষেপ নিক সরকার।    দাবি জানাল বাম ছাত্র সংগঠনটি।

 

RELATED ARTICLES

Most Popular