Tuesday, August 5, 2025
Homeদেশসপ্তাহের প্রথমদিনে সামান্য উঠল শেয়ার

সপ্তাহের প্রথমদিনে সামান্য উঠল শেয়ার

Follow Us :

মুম্বই: সোমবার নামমাত্র উত্থান শেয়ার বাজারে (Share Market Updates)। সপ্তাহের প্রথম কাজের দিনে যৎ সামান্য উত্থান হল শেয়ারে। খুচরো মূল্যবৃদ্ধি সীমা ছাড়াবে, এই আশঙ্কায় সাবধানি বাজার। এদিন সকাল থেকেই পতনের মুখে ছিল শেয়ার। শেষে সামান্য কিছুটা উত্থান দেখা গেল বাজারে। এদিনই বিকেলে কেন্দ্র খুচরো মূল্যবৃদ্ধির জুলাই মাসের তথ্য জানাবে।

সোমবার সেনসেক্স (Sensex) উঠেছে ৭৯.২৭ পয়েন্ট বা ০.১২ শতাংশ। বাজার শেষে এই সূচক হয়েছে ৬৫,৪০১.৯২ পয়েন্ট। এর আগে সেনসেক্স সর্বকালীন উচ্চতায় উঠেছিল ২০ জুলাই ২০২৩। সেই সময় হয়েছিল ৬৭ হাজার ৫৭১.৯০ পয়েন্ট। এদিন নিফটি-র (Nift Fifty) উত্থান ৬.২৫ পয়েন্ট বা ০.০৩ শতাংশ। দিনের শেষে নিফটি হয়েছে ১৯ হাজার ৪৩৪.৫৫ পয়েন্ট।

আরও পড়ুন: বাচ্চাদের টিফিন নিয়ে চিন্তা! রইল সুস্বাদু কিছু লাঞ্চবক্স রেসিপি

নিফটি সর্বকালীন উচ্চতায় উঠেছিল ২০ জুলাই ২০২৩, হয়েছিল ১৯,৯৭৯.১৫ পয়েন্ট। নিফটি-র ৫০টি কোম্পানির মধ্যে ২৮টিতে অগ্রগতি হয়েছে, পিছিয়েছে ২২টি কোম্পানি।ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই অন্তর্ভুক্ত প্রায় ১৯৫০টি কোম্পানির মধ্যে ৬৮৪টি বৃদ্ধির মুখ দেখেছে, কমেছে ১৩১৬টি কোম্পানির শেয়ার দর।

এদিন ভাল বৃদ্ধি পেয়েছে মাইন্ড-ট্রি, ইনফোসিস, ডিভি’স ল্যাব, হিন্দুস্থান ইউনিলিভার প্রভৃতি কোম্পানির শেয়ার। তবে পিছু হটেছে আদানি এন্টারপ্রাইজ, জে এস ডবলু স্টিল, হিন্দালকো, স্টেট ব্যাংক প্রভৃতি কোম্পানির শেয়ার দরগুলি।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39