ওয়েব ডেস্ক: রাশিয়ার সঙ্গে বাণিজ্য বজায় রাখার শাস্তি হিসেবে ভারতের উপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক (US Tariff On India) আরোপ করেছে আমেরিকা। এই ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ভারতের অর্থনীতিকে ‘মৃত’ বলেও কটাক্ষ করেছেন। এবার ভারতীয় সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) ট্রাম্পের এই মন্তব্যকে একপ্রকার সমর্থন জানিয়ে মোদি সরকার (Modi Government) অর্থনৈতিক নীতির তীব্র সমালোচনা করেন। আর এবার সেই কারণে পাল্টা সমালোচনার মুখে পড়লেন রাহুল গান্ধী। তাও আবার নিজের দলের আরেক নেতা শশী থারুরের (Shashi Tharoor) কাছে।
উল্লেখ্য, রাহুল তাঁর এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে লেখেন, “ভারতের অর্থনীতি মৃত, মোদি সেটাকে খুন করেছেন। আদানি-মোদির পার্টনারশিপ, ডিমনিটাইজেশন, ভ্রান্ত জিএসটি, কৃষক এবং ক্ষুদ্র শিল্পের ধ্বংস—সব মিলিয়ে দেশের যুব সমাজের ভবিষ্যৎ অন্ধকার।” তিনি আরও বলেন, “গোটা বিশ্ব জানে বিজেপি ভারতীয় অর্থনীতির ক্ষতি করে আদানিকে সাহায্য করেছে।”
আরও পড়ুন: ২০১৪ নির্বাচনে কারচুপির প্রমাণ রয়েছে, বিস্ফোরক দাবি রাহুল গান্ধীর
আর দেশের অর্থনীতি নিয়ে এসব বিস্ফোরক কথা বলে নিজের দলের অন্দরেই কটাক্ষের মুখে পড়লেন বিরোধী দলনেতা। কংগ্রেস নেতা শশী থারুর শুক্রবার স্পষ্ট ভাষায় বলেন, “ভারতীয় অর্থনীতি নিয়ে ট্রাম্প যা বলেছেন, বাস্তবটা সেরকম নয়। আমরা সবাই সেটা জানি।”
একইসঙ্গে তিনি ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্কের কৌশলগত সম্পর্কের দিকটিও উল্লেখ করে জানান, “আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার মতো অবস্থায় আমরা নেই। মার্কিন শুল্কনীতির প্রভাব মোকাবিলায় ভারতের উচিত বিকল্প কৌশল গ্রহণ করা।” পরবর্তীতে শশী আরও বলএন, “আমার দলীয় নেতা কী বলেছেন, তা নিয়ে আমি মন্তব্য করব না। তবে উনি যা বলেছেন, তার পিছনে ওঁর নিজস্ব কারণ রয়েছে।”
দেখুন আরও খবর: