বেঙ্গালুরু: অভিনয় ছেড়েছেন অনেক আগেই। সাতে পাঁচে থাকেন না। কিন্তু দুই বন্দুকবাজের নিশানায় জখম হওয়ার পর নতুন করে খবরের শিরোনামে শিবরঞ্জন বোলান্নাভার। প্রাক্তন কন্নড় অভিনেতাকে লক্ষ্য করে দুই বন্দুকবাজ গুলি ছোড়ে। অল্পের জন্য় প্রাণে বেঁচে গিয়েছেন শিবরঞ্জন। কিন্তু কেন হঠাৎ করে আততায়ীরা টার্গেট করল তাঁকে? পুলিস তদন্তে নেমে পুরনো জমি ও সম্পত্তি সংক্রান্ত বিবাদের গন্ধ পাচ্ছে।
বারো জুলাইয়ের ঘটনা। মোটরবাইকে চেপে এসে দুষ্কৃতীরা খুব কাছে থেকে গুলি করে। ঘটনাটি শিবরঞ্জন বাড়ির একেবার কাছেই। কর্নাটকের বাইলহোঙ্গালে প্রাক্তন কন্নড় অভিনেতার বাড়ি। দুষ্কৃতীরা তিন রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে জখম হন শিবরঞ্জন। পুলিস জানিয়েছে, সন্দেহভাজনের তালিকায় অভিনেতার এক আত্মীয় রয়েছেন। সন্দেহভাজন শিবরঞ্জনের ভাইয়ের আত্মীয়। সেই সূত্র ধরেই পুলিসের মনে করছে পুরনো কোনও সম্পত্তিজনিত বিবাদের কারণেই ষড়যন্ত্রের শিকার হয়েছেন শিবরঞ্জন।