লখনউ: হেভিওয়েট বিজেপি বিধায়ক। আর পাঁচটা সাধারণ নেতার থেকে তাঁর নিরাপত্তা যে বেশি থাকবে তা ধরে নেওয়াই যায়। কিন্তু সেই বিধায়কেরই জুতো চুরির ঘটনা ঘটল! ঘটনাটি উত্তরপ্রদেশের। ফতেহাবাদ বিধানসভার বিজেপি বিধায়ক ছোট লাল ভার্মা শামশাবাদ থানা এলাকার একটি গ্রামে সতী মেলার উদ্বোধনে গিয়েছিলেন। মন্দিরে প্রবেশের সময় তিনি জুতো খুলে বাইরে রাখেন। দর্শনে সেরে ফিরে এসে দেখেন, উধাও হয়ে গিয়েছে তাঁর জুতো।
স্বয়ং বিধায়কের জুতো চুরির ঘটনায় মেলা চত্বরে শোরগোল পড়ে যায়। বিজেপি বিধায়কের অনুগামীরা জুতোর খোঁজ শুরু করেন। তবে হাজার খুঁজেও সন্ধান মেলেনি জুতো জোড়ার। শেষ পর্যন্ত খালি পায়েই গাড়ি অবধি হেঁটে যান বিজেপি বিধায়ক। প্রচণ্ড রোদে ছোট লাল ভার্মার খালি পায়ে হাঁটার ভিডিয়ো ভাইরাল হতে খুব একটা বেশি সময় লাগেনি। ফতেহাবাদের বিধায়ক অবশ্য এই ঘটনাকে খুব একটা গুরুত্ব দিতে চাননি।
বিধায়ক বলেন, সম্ভবত কোনও দরিদ্র মানুষের জুতো ছিল না। তাই একপ্রকার বাধ্য হয়েই তিনি এমনটা করেছেন। এটা এমন কোনও বড় ঘটনা নয়। যোগী রাজ্যে জনপ্রতিনিধির জুতো চুরির ঘটনা আগেও ঘটেছে। আগ্রার সাংসদ এসপি সিং বাঘেলের জুতো চুরির ঘটনা ঘটে। সিং ইটমাদপুর বিধানসভায় একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। অনুষ্ঠান স্থলের কাছ থেকে তাঁর জুতো চুরি যায়। এরপর তিনিও খালি পায়ে গাড়িতে ওঠেন।